হামাসের ক্ষেপণাস্ত্রের ভয়ে আয়রন ডোমের সংখ্যা বাড়াল ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i91418-হামাসের_ক্ষেপণাস্ত্রের_ভয়ে_আয়রন_ডোমের_সংখ্যা_বাড়াল_ইসরাইল
ইহুদিবাদী ইসরাইলের দক্ষিণ অংশে নতুনকরে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ বসিয়েছে দখলদার সেনারা। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ব্যাপক সংখ্যায় ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে এই আশঙ্কায় আয়রন ডোমের সংখ্যা বাড়ানো হয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মে ১০, ২০২১ ১৫:৫৬ Asia/Dhaka
  • ইসরাইলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম
    ইসরাইলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম

ইহুদিবাদী ইসরাইলের দক্ষিণ অংশে নতুনকরে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ বসিয়েছে দখলদার সেনারা। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ব্যাপক সংখ্যায় ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে এই আশঙ্কায় আয়রন ডোমের সংখ্যা বাড়ানো হয়েছে।

এসব তথ্য জানিয়েছে ইসরাইলি দৈনিক হারেৎজ। পত্রিকাটি আরও লিখেছে, ইসরাইলের দক্ষিণাঞ্চলে ইহুদিবাদী সেনার সংখ্যাও বাড়ানো হয়েছে। বায়তুল মুকাদ্দাসে সহিংসতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস গাজা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করতে পারে বলে আশঙ্কা করছে দখলদার ইসরাইল।

এছাড়া, পশ্চিম তীরেও ফিলিস্তিনিরা অভিযান চালাতে পারে বলে আশঙ্কা করছে দখলদার সেনারা। এ কারণে সেখানে তাদের পূর্বনির্ধারিত প্রশিক্ষণ কোর্স স্থগিত রাখা হয়েছে।

গতকাল গাজা উপত্যকা থেকে ইসরাইলে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি ইসরাইলের একটি অনাবাসিক এলাকায় আঘাত করেছে। এরপর দখলদার বাহিনীও গাজার দক্ষিণে হামলা চালায়।

গত কয়েক দিন ধরেই বায়তুল মুকাদ্দাসে মসজিদুল আকসা ও এর আশেপাশের এলাকায় ফিলিস্তিনিদের ওপর ব্যাপক হামলা চালাচ্ছে ইহুদিবাদী বাহিনী। এর ফলে বহু ফিলিস্তিনি আহত হয়েছেন।#  

পার্সটুডে/এসএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।