ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে হামাসের রকেট হামলা চলবে: হানিয়া
(last modified Tue, 11 May 2021 16:30:27 GMT )
মে ১১, ২০২১ ২২:৩০ Asia/Dhaka
  • হামাস প্রধান ইসমাইল হানিয়া
    হামাস প্রধান ইসমাইল হানিয়া

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন,  ইহুদিবাদী ইসরাইল যদি পবিত্র জেরুজালেম আল-কুদস শহর এবং মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদে হামলা বন্ধ না করে তাহলে হামাসের যোদ্ধারা ইসরাইলকে লক্ষ্য করে রকেট হামলা অব্যাহত রাখবে।

আজ (মঙ্গলবার) সকালের দিকে ইসমাইল হানিয়া বলেন, জেরুজালেম আল-কুদস রাজনৈতিক এবং সরকারিভাবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অঙ্গনে ক্ষমতার ভারসাম্য তৈরি করেছে। তিনি আশা করেন, ফিলিস্তিনি জনগণের এই ইচ্ছাশক্তি ও দৃঢ়চেতা মনোভাব চূড়ান্ত বিজয় এনে দেবে। 

গাজা থেকে ইসরাইলি শহরে রকেট হামলা চালানো হচ্ছে

ইসমাইল হানিয়া বলেন, গাজা উপত্যকার সঙ্গে আল-কুদসের সম্পর্ক অবিচ্ছেদ্য, যখন আল-কুদস সাহায্যের জন্য ডাকে, তখন গাজা তাতে সাড়া দেয়।  

হানিয়া পরিষ্কার করে বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, যতক্ষণ পর্যন্ত দখলদার ইসরাইল আল-কুদস শহরে তার সমস্ত আগ্রাসনমূলক কর্মকাণ্ড এবং আল-আকসা মসজিদে হামলা বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের অভিযান চলবে।#

পার্সটুডে/এসআইবি/১১

ট্যাগ