দখলদার ইসরাইলের হাইফায় গ্যাস ফিল্ডে অগ্নিকাণ্ড
https://parstoday.ir/bn/news/west_asia-i91804-দখলদার_ইসরাইলের_হাইফায়_গ্যাস_ফিল্ডে_অগ্নিকাণ্ড
দখলদার ইসরাইলের হাইফা শহরের একটি গ্যাস ক্ষেত্রের প্ল্যাটফর্মে আগুন লেগেছে। রুশ বার্তাসংস্থা স্পুতনিক জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইসরাইলের গ্যাস ফিল্ডের প্ল্যাটফর্মে অগ্নিকাণ্ডের ছবি ভাইরাল হয়েছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
মে ১৮, ২০২১ ১৫:১৫ Asia/Dhaka
  • দখলদার ইসরাইলের হাইফায় গ্যাস ফিল্ডে অগ্নিকাণ্ড

দখলদার ইসরাইলের হাইফা শহরের একটি গ্যাস ক্ষেত্রের প্ল্যাটফর্মে আগুন লেগেছে। রুশ বার্তাসংস্থা স্পুতনিক জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইসরাইলের গ্যাস ফিল্ডের প্ল্যাটফর্মে অগ্নিকাণ্ডের ছবি ভাইরাল হয়েছে।

হাইফার আশেপাশে বসবাসকারী ইসরাইলিরা এসব ছবি শেয়ার করেছেন। তারা বলছেন, গ্যাস ফিল্ডের প্ল্যাটফর্মে বড় ধরণের অগ্নিকাণ্ড ঘটেছে।

ইসরাইলি আগ্রাসনের জবাবে ফিলিস্তিনিদের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই এই অগ্নিকাণ্ডের খবর এলো। তবে সেখানে কোনো ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে কিনা তা স্পষ্ট নয়।

ইসরাইলি কর্তৃপক্ষ বলছে, এই কারিগরী ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

দুই সপ্তাহ আগে ইসরাইলের হাইফার একটি তেল শোধনাগারে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সে সময় অগ্নিকাণ্ডের কারণে তেল সরবরাহ বন্ধ করে দিতে হয়েছিল।#

পার্সটুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।