ইসরাইলের ৬ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা; গাজায় বোমাবর্ষণ অব্যাহত
https://parstoday.ir/bn/news/west_asia-i91856-ইসরাইলের_৬_বিমানঘাঁটিতে_ক্ষেপণাস্ত্র_হামলা_গাজায়_বোমাবর্ষণ_অব্যাহত
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইয্যাদ্দিন কাস্সাম ব্রিগেড জানিয়েছে, তারা দখলদার ইসরাইলের ছয়টি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১৯, ২০২১ ১৬:০৭ Asia/Dhaka
  • গাজা
    গাজা

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইয্যাদ্দিন কাস্সাম ব্রিগেড জানিয়েছে, তারা দখলদার ইসরাইলের ছয়টি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে।

দক্ষিণ গাজায় ইসরাইলি হামলার জবাবে বিমানঘাঁটিগুলোকে টার্গেট করা হয়েছে বলে কাস্সাম ব্রিগেডের বিবৃতিতে জানানো হয়েছে। তারা আরও বলেছে- হাতসুর, হাতসারিম, নিফাতিম, তেল নুফ, বিলমাখিম ও র‍্যামন ঘাঁটিতে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

এদিকে, আজও গাজায় ব্যাপক হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরাইলি বাহিনী। আজও গাজার আবাসিক এলাকার কয়েকটি ভবন পুরোপুরি ধ্বংস করা হয়েছে।

সকালে ইসরাইলি হামলায় এক সাংবাদিকসহ চারজন ফিলিস্তিনি শহীদ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গত ১০ মে থেকে গাজায় ব্যাপক বিমান ও কামান হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। এ পর্যন্ত গাজায় ইসরাইলি হামলায় ২১৯ জন ফিলিস্তিনি শাহাদাৎবরণ করেছেন। এর মধ্যে ৬৩ শিশু রয়েছে।#  

পার্সটুডে/এসএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।