সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন:
সিরিয়ার জনগণ সংকট সমাধানে রাজনৈতিক সমাধানে বিশ্বাসী: কোসাসেভ
রাশিয়া এবং ইরান সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বাশার আসাদের বিজয়কে স্বাগত জানিয়েছে। সিরিয়ার রাজধানী দামেশকে অবস্থিত ইরানের দূতাবাস সেদেশের প্রেসিডেন্ট নির্বাচনে বাশার আসাদের বিজয়কে স্বাগত জানিয়েছে।
দূতাবাসের নিজস্ব টুইটার পেইজে একটি স্ট্যাটাস দেওয়া হয়েছে। ওই স্ট্যাটাসে লেখা হয়েছে: সিরিয়ার জনগণ প্রেসিডেন্ট নির্বাচনে স্বতস্ফূর্তভাবে অংশ নিয়ে আবারও প্রমাণ করেছে তারা দেশ এবং দেশের কর্মকর্তাদের মর্যাদা ও গুরুত্বের ব্যাপারে শ্রদ্ধাশীল।
এদিকে রাশিয়ান ফেডারেশনের ফেডারেল অ্যাসেমব্লির ডেপুটি স্পিকার কনস্টান্টিন কোসাসেভ বার্তা সংস্থা রিয়ানোভস্কিকে বলেছেন: সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বাশার আসাদের বিজয়ে প্রমাণিত হলো সেদেশের জনগণ সিরিয় সংকট সমাধানে রাজনৈতিক সমাধানে বিশ্বাসী। এক্ষেত্রে রাশিয়া সিরিয়ার জনগণকে সমর্থন দিতে সদা প্রস্তুত রয়েছে বলে কোসাসেভ উল্লেখ করেন।
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোও সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বাশার আসাদের বিজয়ে অভিনন্দন জানিয়েছেন। ভেনিজুয়েলার সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি এক অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি এ বিজয়কে জনগণের বিজয় বলে উল্লেখ করেন।
সিরিয়ার পার্লামেন্ট স্পিকার হামুদা সাব্বাগ গতরাতে এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন: বাশার আসাদ প্রেসিডেন্ট নির্বাচনে শতকরা ৯৫ দশমিক ১ ভাগ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।#
পার্সটুডে/এনএম/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।