সাইয়্যেদ নাসরুল্লাহর করোনা হয়েছে বলে ইসরাইলের দাবি; যা বলল হিজবুল্লাহ
-
সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ- শায়খ নায়িম কাসেম
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে ইহুদিবাদী ইসরাইল যে দাবি করেছে সে সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছেন সংগঠনের উপ প্রধান শায়খ নায়িম কাসেম। তিনি বলেছেন, সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ভালো আছেন। আরবি বার্তা সংস্থা আন-নাশারা এ খবর জানিয়েছে।
শায়খ কাসেম অবশ্য স্বীকার করেন, হিজবুল্লাহ মহাসচিব সম্প্রতি কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন যার কারণে তাকে বিশ্রাম নিতে হয়েছে; তবে এর বেশি কিছু নয়।
হিজবুল্লাহর উপ-মহাসচিব বলেন, সম্প্রতি সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ অসুস্থ হয়ে পড়েছিলেন এবং চিকিৎসক তাকে দুই থেকে তিন দিন বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু গত ২৫ মে দক্ষিণ লেবানন থেকে দখলদার ইসরাইলি সেনাদের হটিয়ে দেয়ার ২১তম বার্ষিকীতে সমর্থকরা তার ভাষণ শোনার অপেক্ষায় ছিল। তিনি প্রকাশ্যে তাদের সামনে ভাষণ না দিলে নানা ধরনের গুঞ্জন শোনা যেত। এ কারণে তিনি সমর্থকদের আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে অসুস্থ অবস্থায় ভাষণ দিয়েছেন।

গত ২৫ মে’র ভাষণের সময় সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ একাধিকবার কাশি দেন এবং পানি পান করেন। টেলিভিশনে এ দৃশ্য দেখে সাইয়্যেদ নাসরুল্লাহর ঘোর শত্রু ইসরাইল উৎফুল্ল হয় এবং গুজব রটাতে শুরু করে।
ইসরাইলের ১৩ নম্বর চ্যানেল এই অবৈধ রাষ্ট্রের সেনাবাহিনীর বরাত দিয়ে দাবি করে, “সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ প্রায় দেড় মাস ধরে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কিন্তু তিনি করোনার টেস্ট করাতে অস্বীকৃতি জানানোর কারণে তার শারিরীক অবস্থা সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না।”#
পার্সটুডে/এমএমআই/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।