ইহুদিবাদীরা পরাজয়ের গ্লানি ছাড়া আর কিছুই পাবে না: কুচকাওয়াজে ফিলিস্তিনি মুখপাত্র
https://parstoday.ir/bn/news/west_asia-i92378-ইহুদিবাদীরা_পরাজয়ের_গ্লানি_ছাড়া_আর_কিছুই_পাবে_না_কুচকাওয়াজে_ফিলিস্তিনি_মুখপাত্র
ফিলিস্তিনের কুদস ব্রিগেডসের মুখপাত্র আবু হামজা বলেছেন, 'আমাদের নির্বোধ শত্রুদের বলছি তোমরা পরাজয়ের গ্লানি এবং ভয়-ভীতি ও আতঙ্ক ছাড়া আর কিছুই অর্জন করতে পারবে না।'
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ৩০, ২০২১ ১৬:৩৬ Asia/Dhaka

ফিলিস্তিনের কুদস ব্রিগেডসের মুখপাত্র আবু হামজা বলেছেন, 'আমাদের নির্বোধ শত্রুদের বলছি তোমরা পরাজয়ের গ্লানি এবং ভয়-ভীতি ও আতঙ্ক ছাড়া আর কিছুই অর্জন করতে পারবে না।'

তিনি গতকাল (শনিবার) সন্ধ্যায় গাজা শহরের পশ্চিমে আল-কাতিবাহ চত্বরে সামরিক কুচকাওয়াজের সময় এ কথা বলেন।

তিনি আরও বলেছেন, আমরা আবারও দখলদার ইসরাইল, তাদের সেনাবাহিনী, ইহুদিবাদী নেতা ও উগ্রপন্থী বসতি স্থাপনকারীদের এই শিক্ষা দিয়েছি যে পবিত্র স্থানগুলো আমাদের রেড লাইন। 

তিনি বলেন, আমরা গোটা বিশ্বকে আবারও বলছি ফিলিস্তিন আমাদের, বায়তুল মুকাদ্দাস (জেরুজালেম) আমাদের। বায়তুল মুকাদ্দাস শিগগিরই মুক্ত হবে। 

আবু হামজা বলেন, এবারের যুদ্ধে আমরা শহীদদের রক্তের বিনিময়ে ফিলিস্তিনিদের জন্য নতুন একটি বিজয় এনেছি এবং শত্রুদেরকে অপমানিত করেছি।

ফিলিস্তিনিরা তাদের শহীদদের পথ অনুসরণ অব্যাহত রাখবে বলে তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন।#

পার্সটুডে/এসএ/এআর/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।