কেন ড্রোন হামলা চলছে জানালেন ইয়েমেনের সামরিক মুখপাত্র
-
ইয়াহিয়া সারি
ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র মুখপাত্র ইয়াহিয়া সারি জোর দিয়ে বলেছেন, সৌদি আরব এবং তার মিত্ররা দারিদ্র্যপীড়িত ইয়েমেনের বিরুদ্ধে যে সামরিক আগ্রাসন এবং সর্বাত্মক অবরোধ অব্যাহত রেখেছে তার জবাবে ইয়েমেনে সামরিক বাহিনী ড্রোন হামলা অব্যাহত রেখেছে। আগ্রাসন বন্ধ না হলে তা চলবে।
সৌদি আরবের আসির প্রদেশের কিং খালিদ বিমানঘাঁটিতে হামলার পর আজ এ মন্তব্য করেন এই মুখপাত্র।
তিনি বলেন, সৌদি আরবের কিং খালিদ বিমানঘাঁটিতে ইয়েমেনিদের ড্রোন নিখুঁতভাবে আঘাত হেনেছে। আজ রোববার ভোরে এই অভিযান চালানো হয়েছে। এই অভিযানেও ইয়েমেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি চারটি কাসেফ টু-কে ড্রোন ব্যবহার করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহাল এবং হুথি আন্দোলনকে নির্মূল করার লক্ষ্য নিয়ে সৌদি আরব এবং তার কয়েকটি মিত্র আরব দেশ ইয়েমেনের ওপর এই বর্বর আগ্রাসন চালায়।
কিন্তু আজ পর্যন্ত সৌদি জোট তাদের কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি বরং ইয়েমেনের হুথি আন্দোলন ও সমর্থিত সামরিক বাহিনী দিন দিন শক্তিশালী হয়ে উঠেছে এবং এখন সৌদি আরবের উপর প্রচণ্ড সামরিক চাপ সৃষ্টি করেছে।#
পার্সটুডে/এসএ/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।