সৌদি রাজা সালমানের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সাক্ষাৎ
জেদ্দায় সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। শনিবার রাষ্ট্রীয় সফরে জেদ্দা পৌঁছেন কেরি এবং আজ তিনি আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রাজা সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাতে তারা সিরিয়ার চলমান পরিস্থিতি বিশেষ করে আসন্ন ভিয়েনা সম্মেলন নিয়ে আলোচনা করেন। সিরিয়ার চলমান সংকট সমাধানের লক্ষ্যে আগামী মঙ্গলবার এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন নায়েফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন জন কেরি।
এ সম্পর্কে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিরিয়ার সরকার বিরোধীদের প্রতি মার্কিন সরকারের বর্তমান পৃষ্ঠপোষকতার ধরনে সন্তুষ্ট নয় সৌদি আরব। সেইসঙ্গে রিয়াদ এই আশঙ্কাও করছে যে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার প্রচেষ্টা থেকে সরে যেতে পারে ওয়াশিংটন।
আজ আরো পরে ভিয়েনার উদ্দেশ্যে সৌদি আরব ত্যাগ করবেন জন কেরি।
মঙ্গলবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সিরিয়া বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আরব লীগ ও ইউরোপীয় ইউনিয়নের সবগুলো সদস্য দেশ, তুরস্ক, ইরান ও চীন এ সম্মেলনে অংশগ্রহণ করবে। যৌথভাবে সম্মেলনের সভাপতির দায়িত্ব পালন করবে আমেরিকা ও রাশিয়া।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫