জর্দানের রাজার সঙ্গে ইসরাইলি প্রধানমন্ত্রীর গোপন সাক্ষাতের খবর প্রকাশ
ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত গত সপ্তাহে এক গোপন সফরে জর্দান গিয়ে দেশটির রাজা দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। একজন অজ্ঞাত ইহুদিবাদী কর্মকর্তার বরাত দিয়ে ইসরাইলি হিব্রু-ভাষার নিউজ ওয়েব সাইট ‘ওয়াল্লা’ জানিয়েছে, সাক্ষাৎটি ছিল ‘অত্যন্ত ইতিবাচক। ’
ইসরাইল ও জর্দানের সম্পর্কে কয়েক বছরের টানাপড়েনের পর দু’পক্ষের শীর্ষ নেতাদের মধ্যে এই প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো। সাক্ষাতে বেনেত রাজা আব্দুল্লাহকে বলেছেন, ১৯৯৪ সালের কথিত দ্বিপক্ষীয় শান্তি চুক্তিতে নির্ধারিত কোটার চেয়ে তিনি জর্দানকে আরো বেশি পানি দিতে প্রস্তুত রয়েছেন।
এ সময় বেনেত ও আব্দুল্লাহ তিক্ততা ভুলে আবার দ্বিপক্ষীয় স্বাভাবিক সংলাপ শুরু করতে সম্মত হন। ২০১৮ সালে আম্মানে তৎকালীন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের পর এই প্রথম কোনো ইহুদিবাদী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন রাজা দ্বিতীয় আব্দুল্লাহ। সেবারের সাক্ষাৎও গোপনে অনুষ্ঠিত হয় এবং এবারের মতো সাক্ষাতের কয়েকদিন পর তা গণমাধ্যমে প্রকাশ করা হয়।
এদিকে গত সপ্তাহের সাক্ষাতের খবর প্রকাশিত হয়ে যাওয়ার পর রাজা আব্দুল্লাহ উষ্মা প্রকাশ করেছেন বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যমগুলো। কারণ, কথা ছিল এ খবর গোপনই থাকবে। গোপন খবরটি প্রকাশিত হওয়ার ঘটনা আম্মান-তেলআবিব সম্পর্কের ওপর ‘নিশ্চিতভাবে’ নেতিবাচক প্রভাব ফেলবে বলে ইসরাইলের ১২ নম্বর টিভি চ্যানেল জানিয়েছে।#
পার্সটুডে/এমএমআই/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।