‘দুর্লভ’ সফরে জর্দান গেলেন সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী
(last modified Mon, 20 Sep 2021 11:12:32 GMT )
সেপ্টেম্বর ২০, ২০২১ ১৭:১২ Asia/Dhaka
  • সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আলী আবদুল্লাহ আইয়ুব
    সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আলী আবদুল্লাহ আইয়ুব

সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আলী আবদুল্লাহ আইয়ুব ‘দুর্লভ’ সফরে জর্দান গেছেন। অভিন্ন সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি ও সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দারা শহরের অবস্থা নিয়ে আলোচনা করতে তিনি এ সফর করছেন।

জর্দানের সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইউসুফ হুনাইতি সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে গতকাল (রোববার) সাক্ষাৎ করেন এবং দারা পরিস্থিতি নিয়ে দুপক্ষ আলোচনা করে। এছাড়া, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ও মাদক চোরাচালানসহ দ্বিপক্ষীয় স্বার্থ নিয়েও তারা কথা বলেন।   

জর্দানের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, সামগ্রিকভাবে অভিন্ন সব ইস্যুতে ভবিষ্যত সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা কেন্দ্রীভূত ছিল। তবে বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, সাম্প্রতিক মাসগুলোতে সীমান্তে মাদক চোরাচালান বেড়ে যাওয়ার বিষয় নিয়েও আলোচনা হয়।

সিরিয়ায় বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের তাণ্ডব শুরুর পর এই প্রথম সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জর্দান সফর করলেন। সিরিয়ায় তৎপর বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদেরকে বিগত বছরগুলোতে জর্দান সমর্থন দিয়ে এসেছে।#

পার্সটুডে/এসআইবি/২০ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ