সিরিয়া থেকে আমেরিকা ও তুরস্ককে সেনা প্রত্যাহার করতে হবে
(last modified Tue, 28 Sep 2021 04:47:53 GMT )
সেপ্টেম্বর ২৮, ২০২১ ১০:৪৭ Asia/Dhaka
  • জাতিসংঘে ভাষণ দিচ্ছেন ফয়সাল আল মিকদাদ
    জাতিসংঘে ভাষণ দিচ্ছেন ফয়সাল আল মিকদাদ

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল মিকদাদ বলেছেন, তার দেশের উত্তরাঞ্চলে তুরস্ক এবং আমেরিকা বিনা অনুমতিতে যেসব সেনা মোতায়েন করেছে তাদেরকে প্রত্যাহার করতেই হবে।

তিনি বলেন, আমেরিকা এবং তুরস্ক সিরিয়ার উত্তরাঞ্চলে সেনা মোতায়েন করে মূলত সেখানে দখলদারিত্ব কায়েম করেছে, এর অবসান ঘটাতে হবে। ফয়সাল মিকদাদ বলেন, সিরিয়া থেকে মার্কিন ও তুর্কি সেনারা যেসব সম্পদ লুটপাট করছে তাও বন্ধ করতে হবে।

গতকাল (সোমবার) জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম বার্ষিক অধিবেশনে দেয়া বক্তৃতায় ফয়সাল আল-মিকদাদ এসব কথা বলেন। তিনি সুস্পষ্ট করে বলেন, সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যে অভিযান চলছে, পুরো সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তা অব্যাহত থাকবে এবং বাইরের কোনো চাপ কিংবা আগ্রাসন দামেস্ককে এ অবস্থান থেকে সরাতে পারবে না।

ফয়সাল আল-মিকদাদ আরো বলেন, আন্তর্জাতিক আইন মেনেই সিরিয়ায় বিদেশি দখলদারিত্বের অবসান ঘটানোর জন্য তার সরকার সর্বাত্মকভাবে চেষ্টা করছে। জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া বক্তৃতায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আমেরিকা ও পাশ্চাত্যের দেশগুলোর আরোপ করা বর্বর নিষেধাজ্ঞারও কঠোর সমালোচনা করেন।#

পার্সটুডে/এসআইবি/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ