নভেম্বর ০১, ২০২৩ ১৫:৩৪ Asia/Dhaka
  • সিরিয়ার ওপর ইসরাইলের বিমান হামলা, তেল আবিবকে সতর্ক করলো রাশিয়া

গাজার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তা ইসরাইলের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের অন্য দেশে ছড়িয়ে দেয়া অগ্রহণযোগ্য বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর গত সাত অক্টোবর থেকে বর্বর আগ্রাসন শুরু হওয়ার পর ইসরাইল সিরিয়ার ওপর হামলা বাড়িয়ে দেয়ার প্রেক্ষাপটে এই হুশিয়ার উচ্চারণ করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

গতকাল (মঙ্গলবার) তিনি সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল-মিকদাদের সঙ্গে এক টেলিফোন আলাপে ইসরাইলের বিমান হামলার প্রসঙ্গ নিয়ে কথা বলেন। দুই মন্ত্রীই জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের চলমান বিস্ফোরণোন্মুখ পরিস্থিতির মধ্যে চলমান সঙ্কট মীমাংসার জন্য বাইরের শক্তিতে ডেকে আনা বিপজ্জনক পদক্ষেপ।

গত সাত অক্টোবর ফিলিস্তিনের হামাস এবং ইসলামি জিহাদ ইসরাইলের ভেতরে অভিযান চালানোর পর থেকে এ পর্যন্ত দখলদার সেনারা অন্তত তিনবার সিরিয়ার ভেতরে হামলা চালিয়েছে। এতে সিরিয়ার আলেপ্পো ও দামেস্ক বিমানবন্দর কয়েক দিনের জন্য অচল হয়ে পড়ে।

এর মধ্যে একটি হামলার কথা স্বীকার করেছেন জার্মানিতে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত। তিনি বলেছেন, ইরান থেকে অস্ত্র সরবরাহ বিঘ্নিত করার জন্য সিরিয়ার ওপরে এই হামলা চালানো হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১

ট্যাগ