শিগগিরই ইরান সফরে আসছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
https://parstoday.ir/bn/news/event-i147326-শিগগিরই_ইরান_সফরে_আসছেন_রুশ_পররাষ্ট্রমন্ত্রী_সের্গেই_ল্যাভরভ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে জরুরি আলোচনা করতে আগামী কয়েকদিনের মধ্যে তেহরান সফরে আসবেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি এ তথ্য জানিয়েছেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ০৯:৪৮ Asia/Dhaka
  • সের্গেই ল্যাভরভ
    সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে জরুরি আলোচনা করতে আগামী কয়েকদিনের মধ্যে তেহরান সফরে আসবেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান ও রুশ ফেডারেশনের মধ্যে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাপ্রবাহের ব্যাপারে নিয়মিত শলাপর্শের অংশ হিসেবে ল্যাভরভ শিগগিরই তেহরান সফরে আসছেন।  তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচিসহ অন্যান্য পদস্থ কর্মকর্তার সঙ্গে আলোচনা করবেন বলে বাকায়ি জানান।

ওদিকে মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি ল্যাভরভের একদিনব্যাপী আসন্ন সফর নিশ্চিত করে বলেছেন, আগামী মঙ্গলবার তার তেহরান সফরে আসার সম্ভাবনা রয়েছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে ইরান সফরে এসেছিলেন। পশ্চিমা কঠোর নিষেধাজ্ঞার শিকার ইরান ও রাশিয়ার মধ্যে বিগত বছরগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা উল্লেখযোগ্য মাত্রায় বেড়ে গেছে।

২০০১ সালে তেহরান ও মস্কো একটি দীর্ঘমেয়াদি সহযোগিতা চুক্তি সই করেছিল। প্রাথমিকভাবে ১০ বছরের জন্য স্বাক্ষরিত চুক্তিটির মেয়াদ এরপর আরো দুই দফা বাড়িয়ে ২০২৬ সাল পর্যন্ত করা হয়।

এদিকে ২০২৫ সালের জানুয়ারি মাসে ইরান ও রাশিয়অর প্রেসিডেন্টরা দু’দেশের মধ্যে একটি কমপ্রিহেন্সিভ স্ট্রাটেজিক পার্টনারশিপ চুক্তি সই করেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও প্রেসিডেন্ট পুতিন উভয়ে চুক্তিটিকে তেহরান ও মস্কোর মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা বলে অভিহিত করেন।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/২৩