ইরানের বিরুদ্ধে ইউরোপের পদক্ষেপ কূটনীতির জন্য কলঙ্ক: ল্যাভরভ
https://parstoday.ir/bn/news/world-i155144-ইরানের_বিরুদ্ধে_ইউরোপের_পদক্ষেপ_কূটনীতির_জন্য_কলঙ্ক_ল্যাভরভ
পার্সটুডে- রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী গত দেড় বছর ধরে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইউরোপের শত্রুতাপূর্ণ এবং অবৈধ পদক্ষেপকে ইউরোপীয় কূটনীতির জন্য কলঙ্ক হিসাবে বর্ণনা করেছেন।
(last modified 2025-12-16T04:05:16+00:00 )
ডিসেম্বর ১৬, ২০২৫ ১০:০৩ Asia/Dhaka
  • • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    • রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

পার্সটুডে- রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী গত দেড় বছর ধরে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইউরোপের শত্রুতাপূর্ণ এবং অবৈধ পদক্ষেপকে ইউরোপীয় কূটনীতির জন্য কলঙ্ক হিসাবে বর্ণনা করেছেন।

সোমবার সন্ধ্যায় সম্প্রচারিত ইরানের রেডিও এবং টেলিভিশনের সাথে এক সাক্ষাৎকারে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন: গত দেড় বছর ধরে, ইউরোপীয়রা ছয় জাতিগোষ্ঠীর সাথে ইরানের পরমাণু সমঝোতা JCPOA ভেঙে যাওয়ার জন্য ইরানকে দোষারোপ করার চেষ্টা করেছে, যদিও ইরান কখনও ওই চুক্তি লঙ্ঘন করেনি, যতক্ষণ না মার্কিন যুক্তরাষ্ট্র ২০১৮ সালে ঘোষণা করে যে তারা আর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই সিদ্ধান্ত মেনে চলবে না। পার্সটুডে জানিয়েছে, তিনি বলেছেন: পরমাণু ইস্যুতে ইরানের সাথে স্বাক্ষরিত এই চুক্তিটি মার্কিন যুক্তরাষ্ট্র আবর্জনার ঝুড়িতে ফেলে দিয়েছে এবং তারপরে পশ্চিমারা, বিশেষ করে ইউরোপীয়রা, মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুসরণ করেছে এবং ইরানকে JCPOA বাস্তবায়ন না করার জন্য অভিযুক্ত করতে শুরু করে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন যে সমগ্র বিশ্বব্যবস্থা এখন ইরানের ব্যাপারে কঠোর পরীক্ষার সম্মুখী। তিনি জোর দিয়ে বলেন: "গত দেড় বছর ধরে ইরানের বিরুদ্ধে ইউরোপের শত্রুতাপূর্ণ আচরণ এবং অবৈধ পদক্ষেপ ইউরোপীয় কূটনীতির জন্য কলঙ্কজনক এবং তারা প্রতারকদের মতো আচরণ করেছে।"

ইহুদিবাদী সরকারের ক্রমাগত হুমকি মোকাবেলায় গুরুতর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান

অন্য খবরে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই গাজা উপত্যকায় ক্রমাগত বোমা হামলার মাধ্যমে ফিলিস্তিনিদের হত্যা ও গণহত্যা অব্যাহত রাখার এবং মানবিক সাহায্য প্রবেশে বাধা দেওয়ার কথা উল্লেখ করে, আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের অপরাধ বন্ধ করার এবং যুদ্ধাপরাধী ও গণহত্যার অপরাধীদের বিচারের জন্য তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী সরকারের অন্যান্য অস্ত্র ও রাজনৈতিক সমর্থকদের ফিলিস্তিনিদের গণহত্যা এবং অধিকৃত ফিলিস্তিন, লেবানন এবং সিরিয়ায় এই সরকারের দ্বারা সংঘটিত অন্যান্য অপরাধে ইহুদিবাদী সরকারের অংশীদার এবং সহযোগী বলে মনে করেন।

যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের সাথে ৩১ বিলিয়ন পাউন্ডের প্রযুক্তি চুক্তি স্থগিত করেছে

ওয়াশিংটন এবং লন্ডনের মধ্যে চলমান বাণিজ্য বিরোধের পর, যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের প্রযুক্তি খাতে বিনিয়োগের জন্য বহু বিলিয়ন পাউন্ডের চুক্তি স্থগিত করেছে। এই চুক্তির অংশ হিসেবে, আমেরিকান প্রযুক্তি কোম্পানিগুলি যুক্তরাজ্যে বিলিয়ন পাউন্ড বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল; যার মধ্যে রয়েছে মাইক্রোসফটের ২২ বিলিয়ন পাউন্ড এবং গুগলের ৫ বিলিয়ন পাউন্ড। অন্যান্য খাতে বাণিজ্য বাধা কমাতে ব্রিটেনের অস্বীকৃতির কারণে ওয়াশিংটন চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা প্রদানের মধ্যে একটি বহুজাতিক বাহিনী পাঠানোর বিষয়টিও অন্তর্ভুক্ত থাকা উচিত: ইউরোপীয় নেতারা

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের খবরে জানা গেছে, বার্লিনে বৈঠকের পর, ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন এবং জার্মানি, ফ্রান্স, ইতালি এবং যুক্তরাজ্যের নেতাদেরসহ ১০ জন ইউরোপীয় নেতা ঘোষণা করেছেন যে রাশিয়াকে আঞ্চলিক ছাড় দেওয়ার বিষয়ে যে কোনও সিদ্ধান্ত কেবল তখনই নেওয়া উচিত যদি ইউক্রেনকে শক্তিশালী নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করা হয়। বিবৃতিতে আমেরিকান সমর্থনসহ "ইউরোপীয় নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী" গঠনের উপর জোর দেওয়া হয়েছে।

গাজায় ফের ইসরায়েলের হামলা

মিডিয়া সূত্রগুলি মঙ্গলবার সকালে গাজা যুদ্ধবিরতি লঙ্ঘন এবং ইসরায়েলের নৃশংস হামলার খবর দিয়েছে। আল-মায়াদিন জানিয়েছে: "ইসরায়েলি যুদ্ধবিমানগুলি গাজা শহরের পূর্ব দিকে বিমান হামলা চালিয়েছে।" গাজা শহরের দক্ষিণ-পূর্বে জেইতুন পাড়ার পূর্বে ইসরায়েলি সামরিক যানবাহন থেকেও গুলি চালানো হয়েছে।#

পার্সটুডে/এমআরএইচ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন