মার্কিন নির্মিত সৌদি ড্রোন ভূপাতিত করল ইয়েমেনি বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i97936-মার্কিন_নির্মিত_সৌদি_ড্রোন_ভূপাতিত_করল_ইয়েমেনি_বাহিনী
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী মার্কিন নির্মিত সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২৮, ২০২১ ১৩:৫৯ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী মার্কিন নির্মিত সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত করেছে।

ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশের আকাশে গোয়েন্দা ড্রোনটি গোয়েন্দা অভিযান চালানোর সময় ইয়েমেনি সামরিক বাহিনী ড্রোনটি ভূপাতিত করে। স্ক্যান ঈগল শ্রেণীর এ ড্রোন মার্কিন বিমান কোম্পানি বোয়িং তৈরি করেছে

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি গতকাল (সোমবার) সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া পোস্টে জানিয়েছেন, মারিব প্রদেশের আকাশে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের এ ড্রোন শত্রুতাপূর্ণ তৎপরতা চালাচ্ছিলস্ক্যান ঈগল ড্রোন সাধারণত গোয়েন্দা তৎপরতার কাজে ব্যবহৃত হয়ে থাকে

মারিব প্রদেশের বিভিন্ন এলাকায় সৌদি নেতৃত্বাধীন জোট অন্তত তিন ডজন বিমান হামলা চালানোর একদিন পর ইয়েমেনি সেনারা এই ড্রোন ভূপাতিত করল।#

পার্সটুডে/এসআইবি/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।