অক্টোবর ০৩, ২০২১ ১২:৪০ Asia/Dhaka
  • সৌদি সেনাদের গোলাবর্ষণ
    সৌদি সেনাদের গোলাবর্ষণ

ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাদা প্রদেশের একটি আবাসিক এলাকায় সৌদি বাহিনীর প্রচণ্ড গোলাবর্ষণে অন্তত পাঁচজন বেসামরিক নাগরিক নিহত ও ১১ জন আহত হয়েছেন।

ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, সীমান্তবর্তী মানবে শহরের আবাসিক এলাকায় সৌদি বাহিনী ওই গোলাবর্ষণ করে সাত বছরের সৌদি আগ্রাসন দারিদ্র্যপীড়িত ইয়েমেনকে খাদের কিনারে নিয়ে গেছে

শুক্রবার জাতিসংঘের মানবিক ত্রাণ সংস্থার শীর্ষ কর্মকর্তা ডেভিড গ্রেজলি বলেছেন, যদিও চলতি বছরের প্রথম দিকে দুর্ভিক্ষাবস্থা এড়ানো গেছে তবে পরিস্থিতি এখনো খুবই ঝুঁকিপূর্ণ এবং ইয়েমেনে অনেক জরুরি কর্মসূচি বাস্তবায়ন করা যাচ্ছে না

আন্তর্জাতিক অঙ্গন থেকে পুরো ইয়েমেনের ওপর যুদ্ধবিরতি কার্যকর করার প্রচেষ্টা চলছে কিন্তু সৌদি আরব এ পর্যন্ত তাতে রাজি হয় নি। ফলে সানা আন্তর্জাতিক বিমানবন্দর ও হুদাইদা সমুদ্র বন্দর চালু করা যাচ্ছে না

ইয়েমেনের তিন কোটির মধ্যে দুই কোটির বেশি মানুষের জরুরি ত্রাণ সহায়তা দরকার#

পার্সটুডে/এসআইবি/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ