ফিলিস্তিনি শহীদদের কবরস্থান গুঁড়িয়ে দিল ইসরাইলি বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i98494-ফিলিস্তিনি_শহীদদের_কবরস্থান_গুঁড়িয়ে_দিল_ইসরাইলি_বাহিনী
মুসলিমদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল-আকসার পাশের ইয়ুসুফিয়া কবরস্থান গুঁড়িয়ে দিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। ইসরাইলের সঙ্গে যুদ্ধে শহিদ ফিলিস্তিনিদের কবর দেওয়া হয়েছিল এখানে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১১, ২০২১ ১৭:৪৫ Asia/Dhaka
  • ফিলিস্তিনি শহীদদের কবরস্থান গুঁড়িয়ে দিল ইসরাইলি বাহিনী

মুসলিমদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল-আকসার পাশের ইয়ুসুফিয়া কবরস্থান গুঁড়িয়ে দিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। ইসরাইলের সঙ্গে যুদ্ধে শহিদ ফিলিস্তিনিদের কবর দেওয়া হয়েছিল এখানে।

ইসরাইল পরিচালিত জেরুজালেম পৌর কর্তৃপক্ষ পবিত্র আল-আকসা মসজিদের পাশে ওই মুসলিম কবরস্থানটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। এ সময় ফিলিস্তিনিরা প্রতিবাদ জানালে দখলদার সেনারা গুলি ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এতে বেশ কয়েক জন ফিলিস্তিনি আহত হয়েছেন। আহতদের রেড ক্রিসেন্ট সোসাইটির এক সদস্যও রয়েছেন।

ধ্বংসযজ্ঞের সময় কবর থেকে মানুষের হাড় বের হতে দেখা যায়। এই দৃশ্য দেখে ফিলিস্তিনিরা আরও বেশি উত্তেজিত হয়ে পড়েন। ফিলিস্তিনিরা কবরস্থান থেকে হাড় কুড়িয়ে সমাহিত করেছেন বলেও জানা গেছে।

ইসরাইলের বিরুদ্ধে ১৯৪৮ ও ১৯৬৭ সালের যুদ্ধে যেসব ফিলিস্তিনি শহীদ হয়েছিলেন,পবিত্র আল-আকসা মসজিদের পাশে আল-ইয়ুসুফিয়া নামে বহু পুরনো এই মুসলিম কবরস্থানটিতে তাদের দাফন করা হয়েছিল।

আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা না করে প্রতিনিয়ত এ ধরনের অমানবিক কর্মকাণ্ড করে যাচ্ছে ইহুদিবাদীরা। কিন্তু এরপরও কোনো কোনো মুসলিম দেশ মজলুম ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতার করে মুসলমানদের প্রধান শত্রু ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে।#

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।