'তুর্কি নীতি আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি সৃষ্টি করেছে'
https://parstoday.ir/bn/news/west_asia-i99362-'তুর্কি_নীতি_আঞ্চলিক_ও_আন্তর্জাতিক_নিরাপত্তার_জন্য_সরাসরি_হুমকি_সৃষ্টি_করেছে'
সিরিয়ায় আরো দুই বছর সামরিক অভিযান পরিচালনার জন্য তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে কর্তৃত্ব দিয়ে তুরস্কের জাতীয় সংসদে যে বিল পাস করা হয়েছে তার নিন্দা ও সমালোচনা করেছে দামেস্ক সরকার।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
অক্টোবর ৩১, ২০২১ ১২:৫০ Asia/Dhaka
  • সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়
    সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়

সিরিয়ায় আরো দুই বছর সামরিক অভিযান পরিচালনার জন্য তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে কর্তৃত্ব দিয়ে তুরস্কের জাতীয় সংসদে যে বিল পাস করা হয়েছে তার নিন্দা ও সমালোচনা করেছে দামেস্ক সরকার।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা বলেছে, তুর্কি প্রেসিডেন্ট এরদোগান যে নীতি অনুসরণ করছেন তা আঞ্চলিক এবং আন্তর্জাতিক অঙ্গনে সরাসরি নিরাপত্তাগত ঝুঁকি সৃষ্টি করেছে।

সানা বলেছে, সিরিয়ার ভূখণ্ডের ওপর সামরিক হামলা অব্যাহত রেখে তুরস্ক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে চলেছে।

এরদোগান

তুর্কি সামরিক বাহিনীর অব্যাহত আগ্রাসনের মুখে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নীরবতা ও নিষ্ক্রিয়তার সমালোচনা করেছেন সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা। তিনি বলেন নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তার কারণে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সিরিয়ার জনগণের বিরুদ্ধে অবরোধ চালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন।

বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘ নিরাপত্তার পরিষদের নীরবতার কারণে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান সিরিয়ার ভূখণ্ডে দখলদারিত্ব কায়েম, জনসংখ্যার হার পরিবর্তন, ফোরাত নদীর পানির প্রবাহ বন্ধ করা এবং উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন অব্যাহত রাখার সুযোগ করে দিয়েছে। তুরস্কের এইসব অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বৈধ অধিকার দামেস্ক সরকারের রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।#

পার্সটুডে/এসআইবি/ ৩১