ইসরাইলি গণমাধ্যমের খবর-
গাজায় তিনটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে হামাস
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস গতকাল (শনিবার) অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন তিনটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ইহুদিবাদী ইসরাইলের সামরিক আগ্রাসনের মুখে হামাস দীর্ঘদিন ধরে সামরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে- তারই অংশ হিসেবে এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হলো।
ইসরাইলের গণমাধ্যম জানিয়েছে, গতকাল সকালে হামাস এসব ক্ষেপণাস্ত্র ভূমধ্যসাগরে নিক্ষেপ করে। এর মধ্যদিয়ে তারা নিজেদের যুদ্ধ-প্রস্তুতি পরীক্ষা করেছে বলেও ইসরাইলি গণমাধ্যম দাবি করেছে।
২০০৭ সাল থেকে গাজা উপত্যকা ইসরাইলের কঠোর অবরোধের মধ্যে রয়েছে। এ কারণে সেখানকার জনগণের জীবনমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরাইলি অবরোধের কারণে গাজা উপত্যকায় নজিরবিহীন বেকারত্ব ও চরম দারিদ্র দেখা দিয়েছে।
অবরোধ অটুট রাখতে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকার উপকূলে নৌবাহিনীর ব্যাপক উপস্থিতি বজায় রেখেছে। এতে সাধারণ মানুষের পাশাপাশি ফিলিস্তিনের জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন; সমুদ্রে তারা মাছ ধরতে পারছেন না।#
পার্সটুডে/এসআইবি/৩১