ইসরাইলে সাইবার হামলা চালালো হ্যাকার গ্রুপ 'মুসার লাঠি'
(last modified Wed, 03 Nov 2021 14:58:55 GMT )
নভেম্বর ০৩, ২০২১ ২০:৫৮ Asia/Dhaka
  • ইসরাইলে সাইবার হামলা চালালো হ্যাকার গ্রুপ 'মুসার লাঠি'

দখলদার ইসরাইলের তিনটি ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে সাইবার হামলা চালিয়েছে 'মোসেস স্টাফ' বা 'মুসার লাঠি' নামের একটি হ্যাকার গ্রুপ।

ইসরাইলি দৈনিক 'জেরুজালেম পোস্ট' আজ বুধবার জানিয়েছে, 'ইহুদ লুতায়ান', 'ডেভিড' ও 'এইচজিএম' কোম্পানির তথ্য ব্যাংক হাতিয়ে নিয়েছে হ্যাকারেরা। এতে ছিল বিভিন্ন প্রকল্প সংক্রান্ত তথ্য, মানচিত্র, চুক্তিপত্র, ছবি, চিঠি এবং কনফারেন্সগুলোর নানা ভিডিও।

হ্যাকার গ্রুপটি বলেছে, তারা এ পর্যন্ত ১৬৫টি সার্ভার ও ২৫৪টি ওয়েব সাইট হ্যাক করেছে এবং ১১ টেরাবাইট তথ্য হাতিয়ে নিয়েছে। এর মধ্যে ইসরাইলের পোস্টাল ব্যবস্থা ও যুদ্ধ মন্ত্রণালয়ের নানা তথ্য রয়েছে। এছাড়া যুদ্ধমন্ত্রী বেনি গান্তজের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ফাইলও তাদের হাতে পড়েছে।

তারা আরও দাবি করেছে, 'ইলেকট্রন সিলাগ' ও 'এপসিলোর' কোম্পানির তথ্য তাদের হাতে রয়েছে। এছাড়া, সম্প্রতি ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয় ও সর্ববৃহৎ হাসপাতালে সাইবার হামলা হয়েছে বলে খবর দিয়েছে হিব্রু ভাষার বিভিন্ন গণমাধ্যম।

পার্সটুডে/এসএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।