বহু ফ্রন্টে যুদ্ধ করতে প্রস্তুত নয় ইসরাইলি বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i99746-বহু_ফ্রন্টে_যুদ্ধ_করতে_প্রস্তুত_নয়_ইসরাইলি_বাহিনী
ইহুদিবাদী ইসরাইলের সাবেক সেনা কমান্ডার মেজর জেনারেল ইৎজাক ব্রিক বলেছেন, পতনের মুখে রয়েছে ইসরাইল সরকার এবং বহুসংখ্যক ফ্রন্টে একই সঙ্গে লড়াই করতে প্রস্তুত নয় ইসরাইলি সেনারা।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
নভেম্বর ০৮, ২০২১ ১৯:০৫ Asia/Dhaka
  • ইসরাইলি সেনা
    ইসরাইলি সেনা

ইহুদিবাদী ইসরাইলের সাবেক সেনা কমান্ডার মেজর জেনারেল ইৎজাক ব্রিক বলেছেন, পতনের মুখে রয়েছে ইসরাইল সরকার এবং বহুসংখ্যক ফ্রন্টে একই সঙ্গে লড়াই করতে প্রস্তুত নয় ইসরাইলি সেনারা।

তিনি বলেন, যদি বহুসংখ্যক ফ্রন্টে লড়াই শুরু হয় তাহলে ইসরাইলি বাহিনী সম্ভবত ভেঙে পড়ব। ইসরাইলের সামরিক বাহিনীর দুর্বলতা এবং সরকারের পতনের বিষয়ে তার মন্তব্য কোনো ক্ষোভের বহিঃপ্রকাশ নয় বরং বাস্তবতা যা উপেক্ষা করার কোনো সুযোগ নেই।

মেজর জেনারেল ব্রিক বলেন, ভবিষ্যৎ যুদ্ধ হবে অভ্যন্তরীণ ফ্রন্টে এবং এই ধরনের অভিজ্ঞতা ইসরাইল সরকারের নেই।

তিনি বলেন, “একটি নতুন যুদ্ধ আমাদেরকে বহু বছর পেছনে ফিরিয়ে নিয়ে যাবে। আমরা আগের যুদ্ধগুলোতে যে সমস্ত কঠিন অবস্থার মুখোমুখি হয়েছি, নতুন যুদ্ধ পরিস্থিতির কাছে তা কিছুই না। তিনি বলেন, নতুন যুদ্ধে প্রতিদিন হাজার হাজার ক্ষেপণাস্ত্রের মুখে পড়তে হবে এবং আকাশে বহু ড্রোন উড়তে থাকবে।# 

পার্সটুডে/এসআইবি/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।