পাকিস্তানকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের দেশগুলোর তালিকায় ফেলল আমেরিকা
(last modified Sat, 20 Nov 2021 02:16:17 GMT )
নভেম্বর ২০, ২০২১ ০৮:১৬ Asia/Dhaka
  • পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আসিম ইফতিখার
    পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আসিম ইফতিখার

পাকিস্তানকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করার যে পদক্ষেপ আমেরিকা নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আসিম ইফতিখারের বরাত দিয়ে ইসলামাবাদ থেকে আইআরআইবি’র সংবাদদাতা এ খবর জানিয়েছেন।

আসিম ইফতিখার শুক্রবার ইসলামাবাদে বলেছেন, ওয়াশিংটন বাস্তবতা ও প্রকৃত সত্য অস্বীকার করে এ পদক্ষেপ নিয়েছে।

তিনি আরো বলেন, পাকিস্তানে একটি বহু ধর্মভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে এবং এদেশে যুগ যুগ ধরে বিভিন্ন ধর্মের অনুসারীরা শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। এছাড়া, পাকিস্তানের সংবিধানে ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার সমুন্নত রাখা হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বৃহস্পতিবার ঘোষণা করেন, পাকিস্তানকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনকারী দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ ও ২০২০ সালে পাকিস্তানকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেছিলেন।#

পার্সটুডে/এমএমআই/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।