নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i101006
আজ (বুধবার) পাকিস্তানের নৌবাহিনী সফলভাবে একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ডিসেম্বর ০৮, ২০২১ ১৮:২১ Asia/Dhaka

আজ (বুধবার) পাকিস্তানের নৌবাহিনী সফলভাবে একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে।

এ ক্ষেপণাস্ত্র তার লক্ষ্যবস্তুতে নিখুঁত এবং নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। পাকিস্তান জানিয়েছে তারা একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করেছে। পাকিস্তানি রাষ্ট্রীয় টিভিতে দেখানো হয়েছে একটি রকেট উৎক্ষেপণের পরপরই একদল সামরিক কর্মকর্তা এবং প্রকৌশলী উল্লাস করছেন।# 

পার্সটুডে/আবুসাঈদ/০৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।