ইমরান খানের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী
(last modified Tue, 21 Dec 2021 02:08:03 GMT )
ডিসেম্বর ২১, ২০২১ ০৮:০৮ Asia/Dhaka
  • ইসলামাবাদ সম্মেলনে যোগদান শেষে কাবুলে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আমির খান মুত্তাকি
    ইসলামাবাদ সম্মেলনে যোগদান শেষে কাবুলে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আমির খান মুত্তাকি

আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ইসলামাবাদে অনুষ্ঠিত ওআইসি সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দেয়া বক্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন।

তিনি বলেছেন, আফগানিস্তানের ভূমি ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে তৎপরতা চালাতে কাউকে অনুমতি দেয়া হবে না। কাবুল থেকে বার্তা সংস্থা আওয়া এ খবর জানিয়েছে।

আমির খান মুত্তাকি বলেছেন, বিশ্বের কোনো দেশ যেন আফগানিস্তানের ভূমি থেকে নিজেদের জন্য কোনো হুমকির আশঙ্কা না করে। তবে ইমরান খানের উদ্দেশ্য যদি এটা হয় যে, আফগানিস্তানে বর্তমানে একটি দুর্বল সরকার ক্ষমতায় রয়েছে এবং এ ধরনের হুমকি মোকাবিলার শক্তি তার নেই তাহলে সেটি ভিন্ন কথা। তবে আমি আশা করব সেরকম ঘটনাও ঘটবে না।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সোমবার ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসির আফগানিস্তান বিষয়ক বিশেষ সম্মেলনে দেয়া ভাষণে বলেছিলেন, উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ যদি আফগান ভূমি ব্যবহার করে পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালাতে চায় এবং তখন যদি তালেবান সরকারকে শক্তিশালী করা না হয় তাহলে তার পক্ষে দায়েশকে মোকাবিলা করা সম্ভব হবে না।#

পার্সটুডে/এমএমআই/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ