চীনের বাধার পর নতুন প্রস্তাব
আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠাতে পুরো নিরাপত্তা পরিষদ একমত
-
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আফগান বিষয়ক প্রস্তাব পাস (ফাইল ফটো)
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে আফগানিস্তানে মানবিক ত্রাণ সহায়তা পাঠানোর ব্যাপারে একটি প্রস্তাব পাস করেছে। আমেরিকার তোলা প্রস্তাবের পক্ষে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমস্ত সদস্য সম্মতি সূচক ভোট দিয়েছে।
এই প্রস্তাব পাসের ফলে এখন থেকে আফগানিস্তানের পাওনা অর্থ পরিশোধ করা, অর্থনৈতিক সম্পদ এবং সময় মতো পণ্য পাঠানো ও প্রয়োজনীয় সেবা প্রদানের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না।
ওই প্রস্তাবে বলা হয়েছে, এ ধরনের সহযোগিতা আফগানিস্তানের মৌলিক মানবিক চাহিদা পূরণে সহায়তা করবে এবং এর মাধ্যমে নিষেধাজ্ঞার লঙ্ঘন হবে না।

এর আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকা অন্য একটি প্রস্তাব তুলেছিল যাতে বলা হয়েছিল- আমেরিকার যে কমিটি আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি দেখভাল করে তারা অনুমোদন দিলে আফগানিস্তানে মানবিক ত্রাণ সহায়তা পাঠানো যাবে। চীন ও রাশিয়া ওই প্রস্তাবের ওপর ভেটো দিয়েছিল। তারপর সংশোধিত প্রস্তাব উত্থাপন করে আমেরিকা এবং গতকাল (বুধবার) তা নিরাপত্তা পরিষদে পাস হয়।
গত ১৫ আগস্ট কাবুলের পতনের মধ্যদিয়ে পুরো আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে চলে যায়। এরপর আমেরিকা আফগানিস্তানের প্রায় এক হাজার কোটি ডলার আটক করে এবং তালেবানের বহু কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এরপর আফগানিস্তান দিন দিন মারাত্মক অর্থসংকটে পড়ে।#
পার্সটুডে/এসআইবি/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।