বিমান বাহিনীর মহড়া চালালো তাইওয়ান
(last modified Wed, 05 Jan 2022 13:13:56 GMT )
জানুয়ারি ০৫, ২০২২ ১৯:১৩ Asia/Dhaka
  • তাইওয়ানে বিমান বাহিনীর মহড়া
    তাইওয়ানে বিমান বাহিনীর মহড়া

তাইওয়ানের বিমান বাহিনী যুদ্ধকালীন সামরিক মহড়া চালিয়েছে। চীনের সঙ্গে যখন স্ব-শাসিত তাইওয়ান দ্বীপের প্রচণ্ড রকমের সামরিক উত্তেজনা চলছে তখন এই মহড়া চালালো তাইপে।

আজ (বুধবার) দক্ষিণাঞ্চলীয় চিয়ায়ি শহরের বিমান ঘাঁটিতে তিনদিনের মহড়া শুরু হয়। প্রথম দিনের মহড়ায় যুদ্ধ পরিস্থিতি ফুটিয়ে তোলা হয়। চলতি মাসের শেষের দিকে তাইওয়ানে চান্দ্র নতুন বছর উপলক্ষে ছুটি শুরু হবে। তার আগ মুহূর্তে তাইওয়ানের বিমান বাহিনী তাদের ক্ষমতা দেখানোর মহড়া চালাচ্ছে।

মহড়ায় যুদ্ধ পরিস্থিতি ফুটিয়ে তোলা হয় এবং সাইরেন বাজানোর সাথে সাথে ফ্লাইট ক্রুরা মার্কিন নির্মিত এফ-সিক্সটিন জঙ্গিবিমান নিয়ে আকাশে ওড়ে। গত অক্টোবর মাসে তাইওয়ানের স্বঘোষিত এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে চীনের ১৫০টি বিমান প্রবেশ করেছিল। ওই ঘটনাকে সামনে রেখে আজকের মহড়ায় শত্রুর বিমান মোকাবেলার অনুশীলন করা হয়।#

পার্সটুডে/এসআইবি/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ