চীন সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি জোরদার করতে নির্দেশ দিয়েছে
https://parstoday.ir/bn/news/event-i142830-চীন_সেনাবাহিনীকে_যুদ্ধের_প্রস্তুতি_জোরদার_করতে_নির্দেশ_দিয়েছে
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশটির সেনাবাহিনীকে যুদ্ধপ্রস্তুতি ও যুদ্ধের সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
অক্টোবর ২০, ২০২৪ ১২:২৩ Asia/Dhaka
  • চীনের সেনাবাহিনী
    চীনের সেনাবাহিনী

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশটির সেনাবাহিনীকে যুদ্ধপ্রস্তুতি ও যুদ্ধের সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

গতকাল (শনিবার) জিনপিংয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম বলেছে, “সেনাবাহিনীকে বিস্তৃতভাবে যুদ্ধের জন্য প্রশিক্ষণ এবং প্রস্তুতি জোরদার করতে হবে এবং সৈন্যদের কঠিন যুদ্ধের সক্ষমতা নিশ্চিত করতে হবে।

চীনা পিপলস লিবারেশন আর্মির রকেট ফোর্সের একটি ব্রিগেড পরিদর্শন করার সময় তিনি এসব কথা বলেন। শি জিনপিং বলেন, চীনা বাহিনীকেও "তাদের কৌশলগত যুদ্ধক্ষমতা বাড়াতে হবে"।

চীনা সেনাদের দেশের কৌশলগত নিরাপত্তা এবং মূল স্বার্থ শক্তভাবে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট জিনপিং।

স্ব-শাসিত দ্বীপ চীনা তাইপের সার্বভৌমত্ব নিয়ে চীন এবং মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের মধ্যে চলমান বিরোধের মধ্যে তিনি এসব কথা বললেন। তাইওয়ানকে চীন নিজের ভুখণ্ড বলে মনে করে। এ কারণে কোনো দেশের সাথে তার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠাকে চীন ভালো চোখে দেখে না।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন