ভিয়েনা সংলাপ নিয়ে সময়সীমা নির্ধারণের বিরোধিতা করল রাশিয়া
(last modified Sun, 23 Jan 2022 02:30:00 GMT )
জানুয়ারি ২৩, ২০২২ ০৮:৩০ Asia/Dhaka
  • ভিয়েনা সংলাপে রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ
    ভিয়েনা সংলাপে রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ

রাশিয়া বলেছে, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় ‘সময়’ একটি গুরুত্বপূর্ণ উপাদান হলেও এই আলোচনাকে ফলপ্রসূ করার প্রধান উপাদান নয়।ভিয়েনা সংলাপে রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেছেন।

তিনি শনিবার তার পোস্টে লিখেছেন, “সময়সীমার বিষয়টি যারা আলোচনা করছেন তাদের ওপর নির্ভর করছে।তবে পরমাণু সমঝোতার ভবিষ্যত প্রশ্নে আলোচনার ফলাফল নির্ধারণের ক্ষেত্রে সময়কে প্রধান বিবেচ্য বিষয় হিসেবে গ্রহণ করা উচিত নয়।” তবে তিনি বলেন, প্রয়োজনে আলোচক দলগুলো তাদের কাজকে ত্বরান্বিত করতে পারেন।

এর আগে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র একজন পদস্থ কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, ভিয়েনা সংলাপে ধীরগতির কারণে এখান থেকে ভালো কোনো চুক্তি বের করে আনা সম্ভব নাও হতে পারে।

এর আগে শুক্রবার উলিয়ানোভ আরেকটি টুইটার বার্তায় বলেছিলেন, ভিয়েনা সংলাপে গতি আনা উচিত বলে মনে করলেও কোনো কৃত্রিম সময়সীমা নির্ধারণের পক্ষে নয় মস্কো।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের এক বক্তব্যের পর ভিয়েনা সংলাপে সময়সীমা নিয়ে এসব আলোচনা চলছে। ব্লিঙ্কেন শুক্রবার দাবি করেছিলেন, ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা ফলপ্রসূ করার জন্য আর মাত্র কয়েক সপ্তাহ সময় বাকি আছে। তিনি জেনেভায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে পর এ মন্তব্য করেন।

ব্লিঙ্কেন দাবি করেন, “এখনও পরমাণু সমঝোতায় ফিরে যাওয়ার জন্য একটি জানালা খোলা আছে। কিন্তু আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভিয়েনায় একটি চুক্তিতে পৌঁছা সম্ভব না হলে পরমাণু সমঝোতাকে আবার কার্যকর করার আশা ছেড়ে দিতে হবে।”#

পার্সটুডে/এমএমআই/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।