সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সমাজের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তালেবান
https://parstoday.ir/bn/news/world-i102832-সংকট_মোকাবেলায়_আন্তর্জাতিক_সমাজের_কাছে_সাহায্যের_আবেদন_জানিয়েছে_তালেবান
আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সেদেশের জনগণের সমস্যা সমাধানে সহযোগিতার হাত বাড়াতে গোটা বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি রাজধানী কাবুলে জাতিসংঘসহ প্রতিবেশী দেশগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক সম্মেলনের অবকাশে তাদেরকে সহযোগিতার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি এ আহ্বান জানান।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জানুয়ারি ২৩, ২০২২ ১৬:৫৫ Asia/Dhaka
  • জবিউল্লাহ মুজাহিদ
    জবিউল্লাহ মুজাহিদ

আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সেদেশের জনগণের সমস্যা সমাধানে সহযোগিতার হাত বাড়াতে গোটা বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি রাজধানী কাবুলে জাতিসংঘসহ প্রতিবেশী দেশগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক সম্মেলনের অবকাশে তাদেরকে সহযোগিতার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি এ আহ্বান জানান।

তালেবান মুখপাত্র আন্তর্জাতিক সমাজ বিশেষ করে মুসলিম দেশগুলোর কাছে তালেবান সরকারের অর্থনৈতিক পরিকল্পনার প্রতি সমর্থন ও সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন যাতে যুদ্ধবিধ্বস্ত ওই দেশটির জনগণের দুঃখকষ্ট  লাঘব করা যায়। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আফগানিস্তানের রাজনৈতিক সংযোগ তালেবান সরকারের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি অর্থনৈতিক ক্ষেত্রে সংযোগ বা পারস্পরিক সহযোগিতাও গুরুত্বপূর্ণ এবং  এ ক্ষেত্রে তালেবান ভালো কিছু পরিকল্পনা হাতে নিয়েছে। তিনি বলেন আফগানিস্তানে আসন্ন অর্থনৈতিক সংকট মোকাবেলা করাই আন্তর্জাতিক সমাজের কাছে তাদের এ আহ্বানের মূল উদ্দেশ্য।

তালেবান গত ১৫ আগস্ট দ্বিতীয়বারের মতো আফগানিস্তানের ক্ষমতা দখল করে। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়ায় তালেবান সরকার জনগণের বিভিন্ন  চাহিদা পূরণে বিশেষ করে খাদ্য ও ওষুধের প্রয়োজন মেটাতে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। তালেবান ক্ষমতা নেয়ার পর মার্কিন সরকার সেদেশের ব্যাংকগুলোতে গচ্ছিত আফগানিস্তানের অর্থ আটকে দেয়। এ ছাড়া পাশ্চাত্যের অন্যান্য দেশও আফগানিস্তান থেকে তাদের রাষ্ট্রদূত নিজ ডেকে পাঠায় এবং আফগানিস্তানে তাদের অর্থ সহায়তায় বন্ধ করে দেয়। এসব কারণে তালেবান বেশ বেকায়দায় পড়েছে।

আফগানিস্তানের বার্ষিক বাজেটের ৭০ শতাংশের বেশি নির্ভর করে বিদেশি সাহায্যের ওপর। কিন্তু তালেবান ফের ক্ষমতা নেয়ায় বহু দেশ সাহায্য বন্ধ করে দিয়েছে যাতে তারা খাদ্য, ওষুধ, জ্বালানিসহ অন্যান্য জরুরি পণ্য আমদানি করতে না পারে। এ কারণে গত  পাঁচ  মাসে তালেবান কঠিন সংকটে পড়েছে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাবে দেশটির জনগণও চরম ভোগান্তির সম্মুখীন হয়েছে। এ অবস্থা অব্যাহত থাকায় জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা আফগানিস্তানে লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)'র কর্মকর্তা ডেভিড বেজলি বলেছেন, আফগানিস্তানের অন্তত অর্ধেক জনগোষ্ঠী খাদ্য সংকটের সম্মুখীন এবং তাদের জরুরি ত্রাণ সামগ্রীর প্রয়োজন হয়ে পড়েছে। এখনই যদি তাদের সাহায্য দেয়া না যায় তাহলে তারা বড় ধরনের মানবিক বিপর্যয়ের মুখে পড়বে।

একদিকে যেমন খাদ্যের ঘাটতি রয়েছে অন্যদিকে চলমান শীত মৌসুমে জ্বালানি সংকটও সৃষ্টি হয়েছে। এ কারণে আন্তর্জাতিক সংস্থাগুলো আফগান জনগণের সহায়তায় এগিয়ে আসার জন্য বিশ্ব সমাজের প্রতি আহ্বান জানিয়েছে।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।