সামির পরিবারের ঘোষণা
আমেরিকায় আটক ফিলিস্তিনপন্থী ব্রিটিশ সাংবাদিক সামি হামদি দেশে ফিরছেন
-
ফিলিস্তিনপন্থী ব্রিটিশ সাংবাদিক সামি হামদি
পার্স-টুডে: ব্রিটিশ সাংবাদিক সামি হামদির পরিবার জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্তৃক আটক হওয়ার পর তিনি যুক্তরাজ্যে ফিরে যাওয়ার জন্য একটি ফ্লাইটে উঠেছেন।
হামদি যখন সারা দেশে বক্তৃতা দেওয়ার জন্য সফর করছিলেন, তখন তাকে সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছিল। স্যাক্রামেন্টোতে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (CAIR)-এর এক অনুষ্ঠানে তিনি গাজায় ইসরায়েলের গণহত্যার নিন্দা করেছিলেন এবং ফ্লোরিডায় তার আরেকটি CAIR অনুষ্ঠানে ভাষণ দেওয়ার কথা ছিল।
সিএআইআর-সান ফ্রান্সিসকো বে এরিয়ার নির্বাহী পরিচালক জাহরা বিল্লুর মতে, হামদি ১৯ অক্টোবর বৈধ ভিজিটর ভিসা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন, যা ২৪ অক্টোবর তার অজান্তেই বাতিল করা হয়েছিল।
X-এর উপর হোমল্যান্ড সিকিউরিটির দাবি সত্ত্বেও যে হামদি সন্ত্রাসবাদকে সমর্থন করে এবং "আমেরিকানদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ", তার বিরুদ্ধে কোনও অপরাধ বা জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ আনা হয়নি।
CAIR-ক্যালিফোর্নিয়ার সিইও হুসাম আয়লুশ এই আটকের নিন্দা জানিয়ে বলেছেন, ফিলিস্তিনে ইসরায়েলের যুদ্ধাপরাধের বিরুদ্ধে কথা বলার জন্য হামদিকে শাস্তি দেওয়া হয়েছে এবং "তার কখনও আইসিই সেলে এক রাতও কাটানো উচিত হয়নি।"#
পার্স টুডে/এমএএইচ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন