ইউক্রেন ও আমেরিকার মধ্যে কোনো মতভেদ নেই: অ্যান্টনি ব্লিঙ্কেন
(last modified Sat, 29 Jan 2022 02:51:47 GMT )
জানুয়ারি ২৯, ২০২২ ০৮:৫১ Asia/Dhaka
  • মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন
    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দাবি করেছেন, রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে ইউক্রেনের সঙ্গে তার দেশের কোনো মতপার্থক্য নেই।তিনি শুক্রবার ওয়াশিংটনে এক বক্তব্যে দাবি করেন, ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে কোনো বিষয়ে বিশেষ করে ‘ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য হামলার’ বিষয়ে কোনো মতপার্থক্য নেই।

তিনি এমন সময় এ বক্তব্য দিলেন যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কি তার দেশে রাশিয়া হামলা চালাতে পারে এমন আশঙ্কার বিরোধিতা করেছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এক টেলিফোনালাপে এ ধরনের দাবির পুনরাবৃত্তি না করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইউক্রেন-রাশিয়া সীমান্তে টান টান উত্তেজনা বিরাজ করছে

এছাড়া, ইউক্রেন থেকে আমেরিকা পরিবারসহ তার কূটনীতিকদের প্রত্যাহার করে নেয়ায় কিয়েভ অসন্তোষ প্রকাশ করেছে। রাশিয়ার কথিত সম্ভাব্য হামলা থেকে প্রাণ বাঁচাতে গত সপ্তাহে বেশিরভাগ মার্কিন কূটনীতিকদেরকে তাদের পরিবারসহ দেশে ফিরিয়ে নেয় আমেরিকা।

সাম্প্রতিক সময়ে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে যে, ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাতে চায় মস্কো এবং এজন্য ইউক্রেন সীমান্ত প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া। তবে মস্কো কঠোর ভাষায় এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। রাশিয়া পাল্টা অভিযোগ করে বলেছে, ইউক্রেনে হামলার অজুহাত তুলে দেশটিতে সমরাস্ত্রের ঢল নামিয়েছে পাশ্চাত্য। ইউক্রেনকে ন্যাটো জোটে অন্তর্ভুক্ত করার ব্যাপারেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো।#

পার্সটুডে/এমএমআই/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।