মার্কিন সরকারের মিথ্যা বলার দীর্ঘ ইতিহাস রয়েছে: সিএনএন সঞ্চালক
(last modified Sun, 06 Feb 2022 09:31:43 GMT )
ফেব্রুয়ারি ০৬, ২০২২ ১৫:৩১ Asia/Dhaka
  • সিএনএনের সঞ্চালক জেইক টেইপার
    সিএনএনের সঞ্চালক জেইক টেইপার

মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনের খ্যাতিমান সঞ্চালক জেইক টেইপার বলেছেন, মার্কিন জনগণের কাছে আমেরিকার সরকারের মিথ্যা বলার দীর্ঘ ইতিহাস রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সম্প্রতি বলেছে- যে সমস্ত সাংবাদিক সরকারের দাবিকে সমর্থন করেন না বা বিশ্বাস করেন না তারা প্রকৃতপক্ষে সন্ত্রাসীদের পক্ষে অথবা বিদেশি শক্তির পক্ষে অবস্থান নিচ্ছেন। বাইডেন প্রশাসনের এই মন্তব্যের পর সিএনএনের সঞ্চালক জেইক টেইপার একথা বললেন।

গত সপ্তাহে অন্তত দুটি ঘটনায় হোয়াইট হাউজ এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন যে, মার্কিন সরকারের বিবৃতিগুলোকে যে সমস্ত সাংবাদিক চ্যালেঞ্জ করছেন তারা প্রকৃতপক্ষে ওয়াশিংটনের শত্রুদের পক্ষ নিচ্ছেন।

গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারি দপ্তর হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি একজন সাংবাদিকের চ্যালেঞ্জের মুখে পড়েন। সাংবাদিক আয়েশা রাসকো বলেন, সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের নেতা আবু ইব্রাহিম আল-হাশমি আল-কুরাইশি মার্কিন বিশেষ বাহিনীর অভিযানের সময় নিজেকে বোমা মেরে উড়িয়ে দিয়েছেন তার প্রমাণ হাজির করুন। তার এ বক্তব্যের পর জেন সাকি বলেন, “মার্কিন সামরিক বাহিনী সঠিক তথ্য সরবরাহ করছে না তাহলে কী দায়েশ সন্ত্রাসীরা সঠিক তথ্য দিচ্ছে?”

সিরিয়ার ইদলিব প্রদেশের আমতে শহরে রাতের বেলায় মার্কিন সামরিক বাহিনীর অভিযানে অন্তত ১২ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। তাদের মধ্যে ছয়টি শিশু ও চার নারী রয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। জাতিসংঘ শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফও ছয় শিশু নিহতের কথা নিশ্চিত করেছে।

এদিকে, গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস দাবি করেন, রাশিয়া মিথ্যা অজুহাতে ইউক্রেনে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। তার এই বক্তব্যকে চ্যালেঞ্জ করেন বার্তা সংস্থা এপি'র ঝানু সাংবাদিক ম্যাট লি। তিনিও প্রাইসের কাছে তার বক্তব্যের সপক্ষে প্রমাণ দিতে বলেন। নেড প্রাইস কোনা প্রমাণ উপস্থাপন করতে না পারলেও দীর্ঘ সময় ধরে ওই সাংবাদিকের সঙ্গে বিতর্ক করেন।#

পার্সটুডে/এসআইবি/এআর/৬

ট্যাগ