‘পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়া ছিল বোকামিপূর্ণ সিদ্ধান্ত’
https://parstoday.ir/bn/news/world-i103550-পরমাণু_সমঝোতা_থেকে_বেরিয়ে_যাওয়া_ছিল_বোকামিপূর্ণ_সিদ্ধান্ত’
২০১৫ সালে ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়াকে বোকামিপূর্ণ সিদ্ধান্ত বলে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেছে ওয়াশিংটন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ০৮, ২০২২ ১৪:৪৬ Asia/Dhaka
  • মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস
    মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস

২০১৫ সালে ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়াকে বোকামিপূর্ণ সিদ্ধান্ত বলে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেছে ওয়াশিংটন।

২০১৮ সালের মে মাসে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সমঝোতা থেকে আমেরিকাকে একতরফাভাবে বের করে নেন।

গতকাল (সোমবার) এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে সমর্থনমূলক বক্তব্য দিয়ে বলেন, আমেরিকার এই পদক্ষেপ ইরানের পরমাণু কর্মসূচিকে কোনভাবেই সহযোগিতা করবে না।

নেড প্রাইস বলেন, "আপনারা জানেন ট্রাম্প প্রশাসন ইরানকে এই ধরনের ছাড় দিয়েছিল এমনকি পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার মতো বোকামি পূর্ণ সিদ্ধান্ত নেয়ার পরও ছাড় অব্যাহত রাখে।” 

গত শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইরানকে নিষেধাজ্ঞার ছাড়ের আদেশে সই করেন, যেসব নিষেধাজ্ঞা পরমাণু সমঝোতার সঙ্গে সম্পর্কযুক্ত। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে এসব নিষেধাজ্ঞা ছাড় বাতিল করা হয়।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা পুনর্বহাল ও ইরানবিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে দীর্ঘ আলোচনা চলছে তখন আমেরিকার পক্ষ থেকে নিষেধাজ্ঞা ছাড়ের উদ্যোগ নেয়া হয়।#

পার্সটুডে/এসআইবি/৮