কোনরকমের দেরি না করে সেনা প্রত্যাহার করুন
(last modified Sat, 19 Feb 2022 10:25:46 GMT )
ফেব্রুয়ারি ১৯, ২০২২ ১৬:২৫ Asia/Dhaka
  • মালিতে মোতায়েন ফরাসি সেনা
    মালিতে মোতায়েন ফরাসি সেনা

মালি সরকার তার দেশ থেকে কোনরকমের বিলম্ব ছাড়াই সেনা প্রত্যাহার করার জন্য ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছে।

মালির সেনাশাসিত সরকারের মুখপাত্র কর্নেল আব্দুল্লায়ি মাইগা গতকাল (শুক্রবার) এ আহ্বান জানান। তিনি বলেন, মালিতে গত নয় বছর ধরে ফ্রান্সের সামরিক বাহিনী তৎপর রয়েছে কিন্তু সংঘাতপূর্ণ এই দেশে তাদের ভূমিকা মোটেই সন্তোষজনক নয়।

দীর্ঘ সময় নিয়ে মালি থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে ফ্রান্স যে পরিকল্পনার কথা জানিয়েছে তার সমালোচনা করে মাইগা বলেন, প্যারিসের এই ঘোষণা দুই দেশের মধ্যকার চুক্তির চরম লঙ্ঘন। দুই দেশের মধ্যকার প্রতিরক্ষা চুক্তির এই লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে মালি সরকার কোন রকম দেরি ছাড়াই ফ্রান্স কর্তৃপক্ষকে তাদের সেনা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছে।

মালির সেনাশাসিত সরকারের মুখপাত্র কর্নেল আব্দুল্লায়ি মাইগা

এছাড়া, তাবুকা গ্রুপ নামে মালিতে যে ইউরোপের ছোট্ট একটি বিশেষ বাহিনী মোতায়েন রয়েছে তাও প্রত্যাহারের কথা বলেছে দেশটির সরকার।

গত এক দশক ধরে ফ্রান্স মালিতে সেনা মোতায়েন করে রেখেছে তবে এ ব্যাপারে তারা জাতিসংঘ কিংবা জাতীয় সংসদের কোনো অনুমোদন নেয় নি। বৃহস্পতিবার ফরাসি সরকার বলেছে, তারা মালি থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার করে নেবে। দেশটিতে সংঘাত মোকাবেলার অজুহাতে ২০১৩ সালে ফ্রান্স সরকার কয়েক হাজার সেনা মোতায়েন করে।#

পার্সটুডে/এসআইবি/১৯

ট্যাগ