শ্রীলঙ্কায় জ্বালানি সংকট
(last modified Tue, 22 Feb 2022 14:57:08 GMT )
ফেব্রুয়ারি ২২, ২০২২ ২০:৫৭ Asia/Dhaka

জ্বালানি সংকটে ভুগছে শ্রীলঙ্কা। সংকট মেটাতে অতীতের মতো ভারতেরই দ্বারস্থ হচ্ছে এই প্রতিবেশী দেশ। কেন্দ্রীয় মন্ত্রীসভার দেওয়া তথ্য অনুযায়ী, ৪০ হাজার মেট্রিক টন করে পেট্রোল এবং ডিজেল আমদানি করবে শ্রীলঙ্কা। ২০০২ সাল থেকেই শ্রীলঙ্কায় তেল সরবরাহ করছে আইওসি।

সম্প্রতি শ্রীলঙ্কার বিদ্যুৎমন্ত্রী জানিয়েছেন,  শ্রীলঙ্কায় জ্বালানি সংকট দেখা দিয়েছে। ঘাটতি মেটাতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সঙ্গে আলোচনা চলছে। তারপরই মঙ্গলবার  শ্রীলঙ্কায় আইওসির নতুন করে তেল সরবরাহের কথা জানা গেল।শ্রীলঙ্কার মন্ত্রী উদয় গাম্মানপিলা জানিয়েছেন, বৈদেশিক মুদ্রার অভাবেই শ্রীলঙ্কায় জ্বালানির সংকট দেখা দিয়েছে। বহু পাম্পেই তেল নেই। সংকট মেটাতে বাধ্য হয়ে ইন্ডিয়ান অয়েলের শ্রীলঙ্কান সংস্থা ‘দ‍্য লঙ্কা আইওসি’র দ্বারস্থ হয় কলম্বো। কিন্তু, ইন্ডিয়ান অয়েলের এই শ্রীলঙ্কান সংস্থাও প্রথমে দ্বীপরাষ্ট্রে তেল সরবরাহে রাজি হয়নি। কারণ, শ্রীলঙ্কার অন্যান্য সংস্থার মতো ‘দ‍্য লঙ্কা আইওসি’ও বৈদেশিক মুদ্রার অভাবে ভুগছে। আর, সেই কারণে তেল আমদানিও করতে পারেনি। শেষপর্যন্ত অবশ্য নয়াদিল্লীর আশ্বাসে শ্রীলঙ্কায় জ্বালানি সরবরাহে রাজি হয়েছে আইওসির শ্রীলঙ্কান সংস্থাটি।#

পার্সটুডে/মো.আবুসাঈদ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ