বিশেষ সামরিক অভিযানের অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন
https://parstoday.ir/bn/news/world-i104292-বিশেষ_সামরিক_অভিযানের_অনুমোদন_দিয়েছেন_প্রেসিডেন্ট_পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযান চালানোর অনুমোদন দিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেনের সামরিক বাহিনীকে অস্ত্র সমর্পণ করে বাড়ি ফিরে যেতে হবে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
ফেব্রুয়ারি ২৪, ২০২২ ১০:২০ Asia/Dhaka
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযান চালানোর অনুমোদন দিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেনের সামরিক বাহিনীকে অস্ত্র সমর্পণ করে বাড়ি ফিরে যেতে হবে।

প্রেসিডেন্ট পুতিনের এই পদক্ষেপ ইউরোপে যুদ্ধের সূচনা হতে পারে। পূর্ব ইউরোপে ন্যাটো বাহিনীর বিস্তার না ঘটানোর যে দাবি জানিয়ে আসছিল রাশিয়া তা মেনে না নেয়ায় এই যুদ্ধাবস্থা তৈরি হয়েছে।

পূর্ব ইউক্রেনে সামরিক অভিযানের ব্যাপারে প্রেসিডেন্ট পুতিন অনুমোদন দেয়ার পরপরই বার্তা সংস্থা রয়টার্সের প্রতিনিধি ওই এলাকায় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনেছেন। ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছাকাছি এলাকায় ওই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের শব্দে দোনেস্ক শহর কেঁপে ওঠে। বিস্ফোরণের আগে আমেরিকা বলেছিল যে, ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসন একেবারেই আসন্ন।

রুশ গণমাধ্যমগুলো জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিন সামরিক অভিযান চালানোর অনুমোদন দেয়ার দোনবাস এলাকায় রাশিয়া এবং ইউক্রেনের সেনাদের মধ্যে সংঘর্ষ এখন সময়ের ব্যাপার মাত্র।

সামরিক অভিযানের অনুমোদনের আগে দেনবাস এলাকার রুশপন্থী নেতারা ইউক্রেনের সেনাদের আগ্রাসন বন্ধের জন্য কার্যকর ব্যবস্থা নিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছিলেন।#

পার্সটুডে/এসআইবি/২৪