ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির তথ্য
রুশ হামলায় প্রথম দিনে নিহত হয়েছে ১৩৭ জন
-
রাশিয়ার হামলায় ধ্বংস হওয়া ইউক্রেনের কয়েকটি সামরিক যান
ইউক্রেনে সর্বাত্মক হামলার মুখে পাল্টা আঘাত হানার দাবি করেছে ইউক্রেন। এসব হামলা-পাল্টা হামলায় শতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার হামলায় ইউক্রেনের ১৩৭ জন সেনা ও বেসামরিক নাগরিক নিহত এবং ৩১৬ জন আহত হয়েছেন।
প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেন, ইউক্রেনের পাল্টা হামলায় নিহত হয়েছে ৫০ জন রুশ সেনা। এছাড়া, রাশিয়ার চারটি ট্যাংক ও ছয়টি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেইন। এসব দাবি প্রত্যাখ্যান করেছে রাশিয়া।

এদিকে, হামলার প্রথম দিনেই ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকন্ঠে পৌঁছে গেছে রাশিয়ার সেনারা। শহর থেকে মাত্র ২০ মাইল দূরে অ্যান্তোনভ বিমানবন্দর নিজেদের দখলে নিয়েছে রাশিয়ার প্যারাট্রুপাররা। কিয়েভের কাছাকাছি অবস্থিত এই বিমানবন্দর ইউক্রেইনের শক্ত বিমানঘাঁটি হিসেবে পরিচিত।
প্রথম দিনের হামলায় ইউক্রেইনের ৮৩টি স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। ইউক্রেইন পুলিশ জানিয়েছে, হামলার প্রথম দিন রাশিয়ার সেনারা ২০৩টি অভিযান চালিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/২৫