মার্চ ০৩, ২০২২ ১৮:৫৫ Asia/Dhaka
  • অভিযুক্ত হাবিব ইয়াবর কাবি সহ তিন আসামী
    অভিযুক্ত হাবিব ইয়াবর কাবি সহ তিন আসামী

সৌদি আরবের পক্ষে ইরানের ওপর গোয়েন্দাবৃত্তির দায়ে তিন সন্ত্রাসী নেতাকে কারাদণ্ড দিয়েছে ডেনমার্কের একটি আদালত। এই তিন সন্ত্রাসী নেতা ইরানের ভেতরে বিভিন্ন ধরনের সন্ত্রাসী হামলায় জড়িত ছিল।

সুইডেনের রস্কিলদে শহরের আদালত গতকাল (বুধবার) এক বিবৃতিতে কথিত ‘আরব স্ট্রাগল মুভমেন্ট ফর দ্যা লিবারেশন অব আহওয়াজ’ নামের সন্ত্রাসী গোষ্ঠীর নেতা হাবিব ইয়াবর কাবিকে আট বছর এবং তার ভাই তামিম ফারুক বেক-কে সাত বছর কারাদণ্ড দেয়ার কথা জানিয়েছে।

কাবির জামাতা জ্যাকব মোহাম্মদকে ছয় বছরের কারাদণ্ড দেয়া আদালত। জ্যাকব মোহাম্মদ হলো ডেনমার্কের নাগরিক। সাজাপ্রাপ্ত তিন ব্যক্তির বয়স ৪০ থেকে ৫১ বছরের মধ্যে এবং তারা ২০২০ সালের ফেব্রুয়ারি মাস থেকে ডেনমার্কের কারাগারে রয়েছে।

আহওয়াজের একটি সামরিক কূচকাওয়াজ অনুষ্ঠানে হামলা চালায় সন্ত্রাসী গোষ্ঠী 'লিবারেশন অফ আহওয়াজ' যাতে বেশ কয়েকজন নিরপরাধ ইরানি নাগরিক শহীদ হন

ডেনিশ আদালত গতমাসে দীর্ঘ শুনানির পর এই সিদ্ধান্তে আসে যে, অভিযুক্ত তিন ব্যক্তি সৌদি আরবের পক্ষে গত কয়েক বছর ধরে ইরানের ভেতরে গুপ্তচরবৃত্তিতে লিপ্ত ছিল। এই তিন ব্যক্তি কোপেনহেগেনের উপকণ্ঠে ইরানি নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসবাদী তৎপরতা চালিয়েছে। এছাড়া, ওই তিন ব্যক্তি লিবারেশন অফ আহওয়াজ সংগঠনের মধ্যে সশস্ত্র তৎপরতা ছড়িয়ে দেয়ার জন্য দোষী সাব্যস্ত হয়েছে।

ডেনমার্ক ব্রডকাস্টিং কর্পোরেশন আদালতের রুদ্ধদ্বার বিচার প্রক্রিয়ার তথ্য হাতে পেয়েছে এবং তার ভিত্তিতে জানিয়েছে যে, সাজাপ্রাপ্ত তিন ব্যক্তি ইরানের অন্তত ব্যক্তি ও বিভিন্ন কোম্পানির তালিকা তৈরি করে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করতো এবং সে সমস্ত তথ্য সৌদি আরবের পাঠাতো।

আদালত জানিয়েছে সাজার মেয়াদ শেষ হওয়ার পর দুই ব্যক্তিকে সুইডেন থেকে বহিষ্কার করা হবে।#

পার্সটুডে/এসআইবি/৩

ট্যাগ