'ইউক্রেনের পরাজয় এখন আর অবশ্যম্ভাবী নয়'
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন জয়ী হবে: ব্লিঙ্কেনের আশাবাদ
-
বিবিসিকে সাক্ষাৎকার দিচ্ছেন ব্লিঙ্কেন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, তিনি নিশ্চিত যে, রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেন বিজয়ী হবে। তবে সে বিজয় কবে আসবে তা তিনি নিশ্চিত করে বলতে না পারলেও একথা হলফ করে বলেছেন যে, চলমান রুশ অভিযানে ইউক্রেনের পরাজয় এখন আর অবশ্যম্ভাবী নয়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। ইউক্রেনের তুলনায় রাশিয়ার সামরিক শক্তি কয়েক গুণ বেশি বলে স্বীকার করেন ব্লিঙ্কেন। তবে তিনি ইউক্রেনের জনগণের প্রতিরোধের প্রতি ইঙ্গিত করে বলেন, সময়ের সাথে সাথে একথা পরিষ্কার হয়ে উঠবে যে, মস্কো ইউক্রেনের জনগণকে পরাভূত করতে পারবে না।
আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনে সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানালেও কিয়েভকে সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করা হবে বলে প্রকাশ্যে ঘোষণা দিয়েছে। অর্থাৎ ইউক্রেন যাতে রাশিয়ার সঙ্গে একটি দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়িয়ে যায় সে চেষ্টা করছে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব।
আমেরিকার শীর্ষ কূটনীতিক তার সাক্ষাৎকারে আরো বলেন, রাশিয়া ইউক্রেনের বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করে একটি তাবেদার সরকারকে ক্ষমতায় আনতে। কিন্তু ইউক্রেনের সাড়ে চার কোটি জনগণ রাশিয়াকে এ কাজ করতে দেবে না। ব্লিঙ্কেন বলেন, “ওয়াশিংটন ও তার মিত্ররা উত্তেজনা আরো বেড়ে যাওয়ার ব্যাপারে চিন্তিত। ইউক্রেনে সীমিত পর্যায়ের যুদ্ধের চেয়ে যে বিষয়টি বিপজ্জনক তা হচ্ছে এই যুদ্ধ দেশটির সীমান্ত অতিক্রম করে বাইরে চলে আসা।”#
পার্সটুডে/এমএমআই/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।