পুতিন ইউক্রেনে কৌশলগত পরাজয়ের সম্মুখীন হবেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
(last modified Thu, 10 Mar 2022 04:58:16 GMT )
মার্চ ১০, ২০২২ ১০:৫৮ Asia/Dhaka
  • ব্রিটিশ সমকক্ষ লিজ ট্রাসকে নিয়ে যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন
    ব্রিটিশ সমকক্ষ লিজ ট্রাসকে নিয়ে যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবেন না বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি দাবি করেছেন, পুতিন ইউক্রেনে কৌশলগত পরাজয়ের সম্মুখীন হবেন।

ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার সফররত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন এ মন্তব্য করেন। তিনি বলেন, ইউক্রেনের বর্তমান সরকারকে হটিয়ে দিয়ে একটি তাবেদার সরকারকে ক্ষমতায় বসানো যদি পুতিনের উদ্দেশ্য হয় তাহলে আমার মনে হয় ইউক্রেনের জনগণ তা কখনও মেনে নেবে না।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুশ সেনাবাহিনীর হাতে অবরুদ্ধ হয়ে পড়া ইউক্রেনের শহরগুলো থেকে বেসামরিক নাগরিকদের সরে যেতে সুযোগ দেয়ার জন্য মস্কোর প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীও বলেন, রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে তার লক্ষ্যে পৌঁছাতে পারেননি এবং তাকে পরাজয় বরণ করতে হবে।

মার্কিন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীরা এমন সময় এসব কথা বললেন যখন রাশিয়ার বিমান হামলায় ইউক্রেন বিমান বাহিনীর বেশিরভাগ ঘাঁটি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে বলেছে, গত কয়েকদিনের বিমান হামলায় ইউক্রেনের শতকরা ৯০ ভাগ বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। এসব ঘাটিতে ইউক্রেনের যুদ্ধবিমান ও আকাশ যুদ্ধের অন্যান্য সামরিক সরঞ্জাম মোতায়েন ছিল। #

পার্সটুডে/এমএমআই/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।