মার্চ ১১, ২০২২ ০৯:১৬ Asia/Dhaka
  • জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপ স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পুলিয়ানস্কি
    জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপ স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পুলিয়ানস্কি

ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলের একটি শিশু হাসপাতালে রাশিয়া বোমাবর্ষণ করেছে বলে কিয়েভ বুধবার যে দাবি করেছিল তা নাকচ করে দিয়েছে মস্কো। রাশিয়া বলেছে, আলোচিত ভবনটি আগে হাসপাতাল থাকলেও বর্তমানে এটি ইউক্রেনের সশস্ত্র বাহিনী ব্যবহার করছে।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপ স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পুলিয়ানস্কি বৃহস্পতিবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাশিয়া দু’দিন আগেই সতর্ক করে দিয়ে বলেছিল, ইউক্রেনের উগ্র সশস্ত্র জাতীয়তাবাদীরা ওই হাসপাতাল ভবনটির নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।

ভবনটিকে ব্যবহার করে রুশ সেনাদের বিরুদ্ধে গোলাবর্ষণ করার পর সেটিকে টার্গেট করা হয় বলে উলিয়ানস্কি জানান। জাতিসংঘ নিশ্চিত না হয়েই ভুয়া তথ্যের ভিত্তিতে এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে জানিয়ে তিনি গভীর দুঃখ প্রকাশ করেন।

হাসপাতালে হামলার খবরের সঙ্গে মারিউপোলের এই ভবনের ছবি প্রকাশ করা হয়

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের এক টুইটার বার্তার জবাবে রুশ কূটনীতিক এ মন্তব্য করেন। গুতেরেসের টুইটার বার্তায় বলা হয়েছিল, মারিউপোলের যে হাসপাতালটিতে হামলা চালানো হয়েছে সেটিতে শিশু ও প্রসূতি বিভাগ রয়েছে। বিষয়টি অত্যন্ত ভয়াবহ। এ ধরনের অর্থহীন সহিংসতা বন্ধ করতে হবে।

ইউক্রেনের কর্মকর্তারা বুধবার শেষ বেলায় দাবি করেন, রাশিয়া মারিউপোলের একটি শিশু হাসপাতালে বোমাবর্ষণ করেছে এবং এ ঘটনায় ১৭ জন আহত হয়েছে। তবে আহতদের মধ্যে কোনো শিশু থাকার খবর প্রচার করা হয়নি। এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে ‘জাতিগত শুদ্ধি অভিযানের’ দায়ে অভিযুক্ত করেন।#

পার্সটুডে/এমএমআই/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ