খেরসোন শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা
(last modified Tue, 15 Mar 2022 12:20:16 GMT )
মার্চ ১৫, ২০২২ ১৮:২০ Asia/Dhaka
  • রুশ নিয়ন্ত্রণে খেরসোন শহর
    রুশ নিয়ন্ত্রণে খেরসোন শহর

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসোন শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে তাদের সেনারা। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর ২০তম দিনে এই খবর দিল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রুশ সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল ইগোর কুনাশেংকভ আজ (মঙ্গলবার) সংবাদ ব্রিফিংয়ে জানান, পুরো খেরসোন অঞ্চলের ওপর রাশিয়ার সেনারা পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেন নি।

রুশ অভিযানে ধ্বংস হওয়া ইউক্রেনের সামরিক অস্ত্র ও সরঞ্জাম

খেরসোন হচ্ছে ইউক্রেনের একটি প্রাদেশিক রাজধানী যেখানে আড়াই লাখ মানুষের বসবাস ছিল। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের ওপর সামরিক অভিযান শুরুর পর এই প্রথম কোনো শহর পুরিপূর্ণভাবে রাশিয়া নিয়ন্ত্রণে নিল।    

সংবাদ ব্রিফিংয়ে জেনারেল ইগোর কুনাশেংকভ জানান, রাশিয়ার সেনারা মার্কিন নির্মিত ট্যাংক বিধ্বংসী ১০টি জুভেলাইন মিসাইল সিস্টেম আটক করেছে। এছাড়া, পশ্চিমা দেশগুলোর সরবরাহ করা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা সম্ভব হয়েছে।#  

পার্সটুডে/এসআইবি/১৫