ইউক্রেনের সেনাবাহিনীকে গোপনে প্রশিক্ষণ দিয়ে আসছিল সিআইএ
https://parstoday.ir/bn/news/world-i105480-ইউক্রেনের_সেনাবাহিনীকে_গোপনে_প্রশিক্ষণ_দিয়ে_আসছিল_সিআইএ
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ বহু বছর আগে থেকে ইউক্রেনের সেনাবাহিনীকে গোপনে প্রশিক্ষণ দিয়ে আসছিল। ইয়াহু নিউজে প্রকাশিত তথ্যের ভিত্তিতে একথা জানিয়েছে রাশিয়ার ইংরেজি ভাষার নিউজ চ্যানেল রাশা টুডে। এ খবরে বলা হয়েছে, ২০১৪ সাল থেকে গোপনে ইউক্রেনের সেনাবাহিনী প্রশিক্ষণ দিচ্ছিল সিআইএ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২১, ২০২২ ১২:০৩ Asia/Dhaka
  • বহু বছর ধরে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনের বাহিকীকে গড়ে তুলেছে আমেরিকা
    বহু বছর ধরে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনের বাহিকীকে গড়ে তুলেছে আমেরিকা

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ বহু বছর আগে থেকে ইউক্রেনের সেনাবাহিনীকে গোপনে প্রশিক্ষণ দিয়ে আসছিল। ইয়াহু নিউজে প্রকাশিত তথ্যের ভিত্তিতে একথা জানিয়েছে রাশিয়ার ইংরেজি ভাষার নিউজ চ্যানেল রাশা টুডে। এ খবরে বলা হয়েছে, ২০১৪ সাল থেকে গোপনে ইউক্রেনের সেনাবাহিনী প্রশিক্ষণ দিচ্ছিল সিআইএ।

প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, প্রশিক্ষণের সময় রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনীকে বিদ্বেষী করে তুলেছে সিআইএ। ২০১৪ সালে পাশ্চাত্যপন্থি অরেঞ্জ বিপ্লবের মাধ্যমে ইউক্রেনের সাবেক রুশপন্থি প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানোকোভিচের পতনের হয়। তখন থেকে ইউক্রেনের কাছে শত শত কোটি ডলারের সমরাস্ত্র সরবরাহ করে আসছে ওয়াশিংটন।  

রাশা টুডে জানিয়েছে, গোপন প্রশিক্ষণের বিষয়টি প্রকাশ হয়ে পড়তে পারে ভেবে মার্কিন প্রশিক্ষকরা উদ্বিগ্ন ছিল।  সিআইএর প্রশিক্ষকদের এই গোপন তৎপরতায় বোঝা যায় আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছিল।

মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্য অ্যাডাম শেফ এ সম্পর্কে এক বক্তব্যে বলেন, “আমেরিকা ইউক্রেনের ভূমিতে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার পরিকল্পনা করেছে যাতে যুদ্ধ মার্কিন ভূখণ্ডে আসতে না পারে।”#

পার্সটুডে/এমএমআই/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।