ভবিষ্যতে নরওয়েতে ন্যাটোর কোনো ঘাঁটি হবে না: প্রধানমন্ত্রী
-
ব্রাসেলসে ন্যাটোর বিশেষ বৈঠকের ছবি
নরওয়েতে ন্যাটোর আর কোনো ঘাঁটি নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জোনাস গার স্টোয়েরে।
পূর্ব ইউরোপে ন্যাটোর সম্প্রসারণ নিয়ে যখন রাশিয়ার সঙ্গে এই সামরিক জোটের উত্তেজনা চলছে তখনি এ খবর এলো।
ব্রাসেলসে গতকাল (বৃহস্পতিবার) ন্যাটোর বৈঠকে নরওয়ের প্রধানমন্ত্রী আরও বলেন, সেদেশে ন্যাটোর সামরিক উপস্থিতি জোরদারের পক্ষে নন তার সরকার। এই নীতিতে পরিবর্তন আসবে না বলেও জানিয়ে দেন তিনি।
ন্যাটোর প্রতিষ্ঠাতা সদস্য দেশ নরওয়ের সঙ্গে রাশিয়ার সীমান্ত রয়েছে। তবে দেশটি কখনোই রুশ সীমান্তের কাছে ন্যাটোকে সামরিক মহড়া চালানোর অনুমতি দেয়নি।
রাশিয়া প্রথম থেকেই পূর্ব ইউরোপে ন্যাটোর সম্প্রসারণের বিরোধিতা করে আসছে। এই ইস্যুতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে মস্কো।
রাশিয়া প্রথম থেকেই বলছে, ন্যাটোর পক্ষ থেকে তার নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে। কিন্তু ন্যাটো তাতে সাড়া দেয়নি।#
পার্সটুডে/এসএ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।