শ্রীলঙ্কায় জারি হলো রাষ্ট্র্রীয় জরুরি অবস্থা
(last modified Sat, 02 Apr 2022 09:44:04 GMT )
এপ্রিল ০২, ২০২২ ১৫:৪৪ Asia/Dhaka
  • শ্রীলঙ্কায় রাষ্ট্র্রীয় জরুরি অবস্থা ঘোষণার পর টহল দিচ্ছে সেনাবাহিনী
    শ্রীলঙ্কায় রাষ্ট্র্রীয় জরুরি অবস্থা ঘোষণার পর টহল দিচ্ছে সেনাবাহিনী

শ্রীলঙ্কায় সরকার-বিরোধী বিক্ষোভ ঠেকাতে জারি করা হয়েছে রাষ্ট্রীয় জরুরি অবস্থা। গতকাল (শুক্রবার) রাতে সরকারি গেজেটে এই ঘোষণা দেয়া হয়।

তীব্র অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কাজুড়ে চলছে আন্দোলন বিক্ষোভ। এ অবস্থায় জননিরাপত্তা, শৃঙ্খলা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ এবং জরুরি পরিষেবা ঠিক রাখতে রাষ্ট্রীয় জরুরি জারির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে। এর ফলে দেশটির সেনাবাহিনী যেকোনো বিক্ষোভকারীকে গ্রেফতার এবং বিনাবিচারে দীর্ঘ সময় আটক রাখতে পারবে।  

চরম রিজার্ভ সংকটের কারণে গত কয়েক মাস ধরেই শ্রীলঙ্কায় পণ্য আমদানি ব্যাহত হচ্ছে। এতে লাগামহীনভাবে বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম। জ্বালানি সংকটের কারণে সেখানে এমনকি রান্না-বান্নাও কঠিন হয়ে পড়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে-  চুলা জ্বালানোর জন্য কেরোসিন সংগ্রহ করতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মৃত্যুর ঘটনাও ঘটছে দেশটিতে

এছাড়া, জ্বালানি সংকটে দেশটিতে বাধাগ্রস্ত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। ফলে দৈনিক ১৩ ঘণ্টারও বেশি লোডশেডিং হচ্ছে সেখানে। কাগজ সংকটের কারণে স্কুলগুলোতে বন্ধ করে দেয়া হয়েছে পরীক্ষা নেয়া। ব্যাহত হচ্ছে দৈনিক পত্রিকা ছাপানোর কাজও।#

পার্সটুডে/এসআইবি/২

ট্যাগ