বিপুল সামরিক ও অর্থনৈতিক সহায়তার প্রতিশ্রুতি
(last modified Sun, 10 Apr 2022 04:02:24 GMT )
এপ্রিল ১০, ২০২২ ১০:০২ Asia/Dhaka
  • ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
    ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন আকস্মিকভাবে ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করছেন। এ সফরে তিনি যুদ্ধবিধ্বস্ত দেশটিকে উল্লেখযোগ্য পরিমাণ সামরিক এবং অথনৈতিক সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে তিনি বলেন, সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে ইউক্রেন রাশিয়ার বাহিনীকে কিয়েভ থেকে হটিয়ে দিতে সক্ষম হয়েছে এবং একবিংশ শতাব্দির বিরাট সাফল্য অর্জন করেছে। এসময় তিনি ইউক্রেনকে ১২০টি ট্যাংক ও সাঁজোয়া যান এবং নতুন ধরনের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করার প্রতিশ্রুতি দেন। তিনি বলে,ন ব্রিটেন লাগাতারভাবে ইউক্রেনের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বরিস জনসনের বৈঠক

জনসন বলেন, এসমস্ত সহায়তার অর্থ হচ্ছে রাশিয়ার হামলার গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখা।

বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার বিরুদ্ধে কঠিন লড়াইয়ের জন্য তার দেশ প্রস্তুত রয়েছে। তিনি বলেন, “আমরা লড়াই করতে ও বিজয় ছিনিয়ে নিতে পছন্দ করি। লড়াই চলবে আবার কূটনৈতিক উপায়েও সমস্যার সমাধানের চেষ্টা অব্যাহত থাকবে।”#

পার্সটুডে/এসআইবি/১০

ট্যাগ