টুইটার পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপের তথ্য
ইরানের প্রতি কৃতজ্ঞতা জানালেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলবা
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে চিকিৎসক দল পাঠানোর জন্য ইরানে প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলবা। তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানকে টেলিফোন করে এই কৃতজ্ঞতা জানিয়েছেন।
কুলবা গতকাল (বুধবার) নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ খবর জানিয়ে লিখেছেন, ইরান কূটনৈতিক উপায়ে রাশিয়ার ইউক্রেন-বিরোধী যুদ্ধ বন্ধ করার পক্ষপাতি।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করার পর থেকে এই নিয়ে দ্বিতীয়বার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ অনুষ্ঠিত হলো।
গতমাসে অনুষ্ঠিত প্রথম ফোনালাপে আব্দুল্লাহিয়ান ইউক্রেন যুদ্ধ সম্পর্কে তেহরানের অবস্থান স্পষ্ট করে বলেছিলেন, ইরান সব ধরনের যুদ্ধের বিরোধী এবং যেকোনো সংকট রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধানের পক্ষপাতি। আব্দুল্লাহিয়ান ইউক্রেন সংকটের কারণ উল্লেখ করে বলেছিলেন, চলমান ইউক্রেন সংকট নিরসনে যেকোনো ভূমিকা রাখতে তেহরান প্রস্তুত রয়েছে।#
পার্সটুডে/এমএমআই/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।