আল-আকসা মসজিদে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী
(last modified Sun, 17 Apr 2022 13:11:11 GMT )
এপ্রিল ১৭, ২০২২ ১৯:১১ Asia/Dhaka

উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই আবার আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী। সকালে মসজিদে মুসুল্লিরা নামাজ পড়তে গেলে এ অবস্থা তৈরি হয়। দুইদিন আগেও মসজিদটিতে ব্যাপক অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। রোববার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ইসরায়েলি পুলিশ মসজিদ থেকে ফিলিস্তিনিদের বাইরে সরিয়ে দিয়েছে। যদিও অনেকে এখনো ভেতরে রয়েছেন। তাছাড়া পুলিশ সেখান থেকে দুইজনকে গ্রেফতার করেছে।

ফিলিস্তিনের চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, এ ঘটনায় ১৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে থেকে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় রেডক্রসের কর্মীদের মসজিদ প্রাঙ্গণে ঢুকতেও বাধা দেওয়া হয়।

গত শুক্রবার দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় আহত হন ১৫৮ জন ফিলিস্তিনি। একই সঙ্গে গ্রেফতার করা হয় তিন শতাধিক।#

পার্সটুডে/মো.আবুসাঈদ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ