করোনা আক্রান্ত বিল গেটস, আছেন আইসোলেশনে
মার্কিন ধনকুবের এবং ‘সফটওয়্যার মুঘল’ বিল গেটস করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। গতকাল (মঙ্গলবার) ডাক্তারি পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে। পরিপূর্ণভাবে সুস্থ হয়ে না ওঠা পর্যন্ত তিনি আইসোলেশনে থাকবেন।
বিল গেটস ফাউন্ডেশন যখন করোনাভাইরাস মোকাবেলার জন্য নানা রকমের পদক্ষেপ নেয়ার পক্ষে প্রচার চালাচ্ছে তখন তিনি করোনা আক্রান্ত হলেন। করোনাভাইরাসের ওপর বিল গেটস ফাউন্ডেশন এর মধ্যে একটি বই প্রকাশ করেছে।
করোনা আক্রান্ত হওয়া সম্পর্কে বিল গেটস নিজেই টুইটার বার্তায় বলেছেন, "করোনা টেস্টে আমি পজিটিভ হয়েছি। সামান্য কিছু উপসর্গ অনুভব করছি এবং বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলছি। পরিপূর্ণভাবে সুস্থ না হওয়া পর্যন্ত আমি আইসোলেশনে থাকবো।"
বিল গেটস জানিয়েছেন, দুই বছর পর গতকালই গেটস ফাউন্ডেশন একটি বৈঠকে মিলিত হতে চেয়েছিল কিন্তু তিনি নিজে সশরীরে উপস্থিত হতে পারেন নি বরং তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।
করোনা মহামারী ছড়িয়ে পড়ার শুরু থেকেই বিভিন্ন বিধিনিষেধ আরোপের পক্ষে প্রচারাভিযান চালিয়েছেন বিল গেটস। তিনি লকডাউন এবং সামাজিক দূরত্ব বজায় রাখা এবং করোনাভাইরাসের টিকা আবশ্যিকভাবে গ্রহণের ওপর জোর দিয়ে আসছেন। তিনি নিজে ডাক্তার না হলেও তার এই মতামতকে সারাবিশ্ব বিশেষভাবে গুরুত্ব দিয়েছে কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় গেটস ফাউন্ডেশন বিপুল পরিমাণ অর্থ অনুদান দিয়ে থাকে।#
পার্সটুডে/এসআইবি/১১